বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ/পর্যালোচনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রধানমানদণ্ডদিকনির্দেশনাপর্যালোচনামনোনয়নআলোচনাপূনর্মূল্যায়নপ্রতিবেদন
Good article nominations
Good article nominations


নিবন্ধ পর্যালোচনার ক্ষেত্রে নিম্নের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন:

  1. শিরোনাম :
    1. নিবন্ধের অবশ্যই একটি উপযুক্ত শিরোনাম থাকতে হবে। অন্য ভাষা থেকে আমদানি করা হলে উচ্চারণ অনুসারে প্রতিবর্ণীকরণ করা হয়েছে কিন যাচাই করুন। যেমন: পিয়ের-ফ্রঁসোয়া শাবানো যেটি একটি ফরাসি শব্দ ফলে পাতার শিরোনামের বানান ফরাসি উচ্চারণ অনুসারে লেখা হয়েছে।
  2. ভূমিকাংশ:
    1. নিবন্ধে অবশ্যই একটি মার্জিত ভূমিকাংশ থাকা লাগবে। পুরো নিবন্ধের সারকথা ভূমিকাংশে লেখা হয়েছে কি না তা যাচাই করুন। সাধারনত নিবন্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যই সারাংশে তুলে ধরা হয়। তাই এখানে পুনরায় তথ্যসূত্র দেওয়াটা অবশ্যক নয়।
    2. ভূমিকাংশে স্থানীয় ভাষায় বিষয়ের নাম ও নামের অনুবাদ যোগ করতে হবে।
  3. নিবন্ধ:
    1. নিবন্ধের বাক্যগুলো সরল বাক্যে লেখা কি না দেখতে হবে। কোন বাক্য বোধগম্য করার জন্য একাধিক বাক্য ভেঙ্গে সরল বাক্যে লেখার পরামর্শ দিতে পারেন।
    2. অনূদিত রচনার ক্ষেত্রে আংশিক যান্ত্রিক বা রূক্ষ অনুবাদ থাকলে সঠিক ভাবানুবাদের পরামর্শ দিতে পারেন।(বিং ট্রান্সলেটরে রূক্ষতা তুলোনামূলক কম )
    3. বাংলা ব্যাতীত অন্যভাষার উচ্চারিত শব্দ অপসারণ ও বাংলা শব্দ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে কি না তা দেখুন। যেমনঃ চ্যাম্পিয়নশিপ > শিরোপা ।
    4. বাক্যের গঠন, ব্যাকরণ, যতি চিহ্ন, বানান শুদ্ধতার জন্য নিম্নের নির্দেশনাবলী অনুসারে যাচাই করে ভুল থাকলে তা সঠিক করার পরামর্শ দিতে পারেন:
      1. উইকিপিডিয়া:বাংলা বানানের নিয়ম
      2. উইকিপিডিয়া:বাংলা ভাষায় বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণ
      3. ণত্ব বিধান ও ষত্ব বিধান
    5. নিবন্ধ অবশ্যই একাধিক অনুচ্ছেদে বিভক্ত হতে হবে। অনুচ্ছেদগুলো সময় অনুসারে সাজাতে হবে। যেমন: জীবনী নিবন্ধে প্রথমে জন্ম > শিক্ষা > কর্মজীবন > মৃত্যু > তথ্যসূত্র।
  4. তথ্যসূত্র:
    1. তথ্যসূত্রের শিরোনাম গুলো সঠিকভাবে অনুবাদ অথবা প্রতিবর্ণীকরণ করা হয়েছে কি না তা যাচাই করুন।
    2. তথ্যসূত্রগুলো যাচাই করুন।
    3. তারিখের নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করুন। যেমন: ৫ জুলাই, ২০২৪ অথবা ০৫-০৭-২০২৪
    4. কোনো বই বা জার্নাল থেকে তথ্য নেওয়া হলে লেখকের নাম, বইয়ের নাম ইত্যাদি বাংলায় প্রতিবর্ণী করে লিখুন।
    5. পৃষ্ঠা নং, তারিখ, অধ্যায়, খন্ড ইত্যাদি নং বাংলায় লেখা হয়েছে কি না যাচাই করুন।
  5. অন্যান্য:
    1. প্রয়োজন অনুযায়ী পার্শটেবিল বা চিত্র যোগ করতে হবে। অনুচ্ছেদের বিষয়বস্তুর উপর কোনো সম্পূর্ণ নিবন্ধ থাকলে তা উল্লেখ করতে হবে {{মূল}} টেমপ্লেটের মাধ্যমে।
    2. নিবন্ধে কপিরাইট যুক্ত সমস্যা আছে কি না তা কপিভায়োস এর মাধ্যমে যাচাই করতে ভুলবেন না। কপিরাইট যুক্ত সমস্যা থাকলে রচনাশৈলী পরিবর্তনের মাধ্যমে তা ১০% এর নিচে নামিয়ে আনুন।
    3. তথ্যছকের তথ্যগুলো নিবন্ধে উপস্থিত থাকতে হবে।
    4. মুক্তচিত্র থাকলে উইকিমিডিয়া কমন্স থেকে নিবন্ধে তা যুক্ত করতে হবে।