উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Suvray
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি ব্যর্থ আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (০/০/০); শেষ হবে: ২৬ মার্চ, ২০১২।
মনোনয়ন
জ্ঞানের বিভিন্ন শাখা-উপশাখায় অংশগ্রহণ ও বিচরণের অবাধ-বিশাল-সুবিশাল ক্ষেত্রহিসেবে বাংলা ও ইংরেজি উইকির পাশাপাশি উইকিসঙ্কলনে গত দেড় বছরেরও অধিক সময় নিজেকে সম্পৃক্ত রেখেছি। সেজন্যে পরম সৃষ্টিকর্তার নিকট আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও সংশ্লিষ্টদেরকে অভিনন্দন জানাচ্ছি। এক যুগেরও অধিককাল কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট থেকে শিক্ষকতা পেশার পাশাপাশি পরবর্তী অবসর সময়টুকু বাংলা উইকি তথা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে ব্যয় করছি। নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে জ্ঞানরাজ্যের সকল ক্ষেত্রেই যৎসামান্য অবদান রাখার আপ্রাণ প্রয়াস চালাচ্ছি। স্বাধীনচেতা ও আত্মবিশ্বাসী হিসেবেই উইকিতে আমার অংশগ্রহণ।
প্রায় আট হাজার সম্পাদনা ও প্রায় দুইশত নিবন্ধ রচনায় সক্ষমতা অর্জন করেছি। গত একমাসে সম্পাদনার সংখ্যা হাজারেরও বেশী রয়েছে। ডানদিকের [প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম] বক্সের কাঙ্খিত ট্যাবে চাপ দিলেই হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
সৃষ্ট নিবন্ধগুলোর অধিকাংশই কেন্দ্রীয়ধর্মী ও অনুবাদকৃত। প্রতিনিয়তই সৃষ্ট নিবন্ধের পূর্ণাঙ্গতা ও মানের পাশাপাশি টেমপ্লেট প্রণয়ন, সংশ্লিষ্ট অন্যান্য নিবন্ধের মান উন্নয়ন ও তথ্যগতভাবে সম্প্রসারণ, বিষয়শ্রেণী তৈরী ও প্রয়োগ, ছবি যুক্তকরণ-সহ অন্যান্য বিষয়াবলীতে অংশগ্রহণ করে থাকি যা নিয়মিত ব্যবহারকারীগণ লক্ষ্য করে থাকবেন। অর্থাৎ, নিজেকে যতটুকু বিলিয়ে দেয়ার প্রয়োজন আছে বা রয়েছে বলে মনে করি ঠিক ততটুকুই করে চলেছি। ফলে বাংলা উইকি'র মানও যথেষ্টরূপে বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ ব্যবহারকারী ও পাঠকের ধ্যান-ধারণা কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে এবং গ্রহণযোগ্যতার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতেও সক্ষম হয়েছি বলে মনে করি।
উইকি টুলসের যথাযথ প্রয়োগ, ধ্বংসপ্রবণতা রোধ, নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি উইকি'র আন্তঃচাহিদা মেটানো - সর্বোপরি উইকি সমৃদ্ধিতে ১০ম প্রশাসক মর্যাদার অধিকারীত্ব অর্জনকল্পে আমার এ আবেদন।
লক্ষ্যণীয় যে, বর্তমানে স্বল্প কয়েকজন প্রশাসক সক্রিয় আছেন। প্রশাসকমণ্ডলীর অধিকাংশই এ বিশালাকার জ্ঞানক্ষেত্র থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছেন সময়ের প্রয়োজনে। ফলে, বঞ্চিত হয়েছে তাদের অভিজ্ঞতা এবং অনেক ত্যাগ বিনিময়ের মাধ্যম হিসেবে একান্তই স্বতঃস্ফূর্ত, স্বপ্রণোদিত ও স্বেচ্ছাশ্রমে গড়া এ উইকি। কেউ হয়তোবা ফিরে আসবেন, কিংবা আসবেন না! কিন্তু প্রশাসকের ঘাটতি মোকাবেলা ও বাংলা উইকিকে টিকিয়ে রাখার স্বার্থে ব্যবহারকারীর আগ্রহকে যথাযথভাবে মূল্যায়ণপূর্বক প্রশাসক হিসেবে অন্তর্ভূক্ত করা একান্ত প্রয়োজন। কেননা আজকের নবীন প্রশাসকই ক্রমশঃ পূর্ণাঙ্গতার দিকে অগ্রসর হবেন এবং দায়ভার বৃদ্ধিসহ অভিজ্ঞতালদ্ধ জ্ঞান সঞ্চালন, বিতরণ তথা উইকি সম্প্রসারণ ও সমৃদ্ধির লক্ষ্যে আরো সজাগ থাকবেন।
উইকি সম্প্রদায়ের বিজ্ঞ / অভিজ্ঞ সদস্যদের সুগভীর ও সুচিন্তিত মতামতের যথার্থ প্রতিফলন ঘটবে আমার প্রশাসকত্বের আবেদনে - এ আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৯:০৫, ৫ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]