উইকিপিডিয়া:উইকিপ্রকল্প/জেলা সপ্তাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়া বাংলাদেশপশ্চিম বঙ্গের জেলা নিবন্ধসমূহের উন্নয়ন লক্ষ্যে ১৫ই সেপ্টেম্বর থেকে ২২ই সেপ্টেম্বর বাংলা উইকিপিডিয়া জেলা সপ্তাহ ঘোষনা করা হয়েছে। সকল ব্যবহারকারীকে এ সপ্তাহে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের জেলা নিবন্ধসমূহের সম্পাদনা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ।


জেলা নিবন্ধের গড়ন[সম্পাদনা]

অনুগ্রহ করে জেলা নিবন্ধের জন্য নিম্নের গড়ন অনুসরণ করুন।


শুরুর প্যারাগ্রাফ

এখানে লিখুন জেলাটি কোন প্রশাসনিক অঞ্চলের অধীন, এবং কোন দেশ/রাজ্যের অংশ।


ভৌগলিক সীমানা[সম্পাদনা]

এখানে জেলাটির সীমানা, ক্ষেত্রফল, ইত্যাদি যোগ করুন

প্রশাসনিক এলাকাসমূহ[সম্পাদনা]

জেলাটির অভ্যন্তরীন প্রশাসনিক এলাকা (উপজেলা, থানা, ইত্যাদি) লিখুন।

ইতিহাস[সম্পাদনা]

জেলার ইতিহাস সম্পর্কে লিখুন। তথ্যসূত্র উল্লেখ করতে ভুলবেন না কিন্তু।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

জেলায় বসবাসকারী জনসংখ্যার উপাত্ত দিন।

অর্থনীতি[সম্পাদনা]

অর্থনীতির তথ্য সূত্র সহকারে যোগ করুন।


চিত্তাকর্ষক স্থান[সম্পাদনা]

জেলাটির পর্যটন কেন্দ্র ও উল্লেখযোগ্য এলাকার কথা লিখুন।

আনুষঙ্গিক নিবন্ধ[সম্পাদনা]

এখানে জেলাটির সাথে সম্পর্কিত অন্যান্য উইকি নিবন্ধের তালিকা দিন।