উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৬/বিবিসি ১০০ নারী/ভূমিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য নারীদের নিবন্ধ বৃদ্ধি সংক্রান্ত এডিটাথন
বিবিসি বাংলা অফিসে এডিটাথনে নিবন্ধ তৈরি করছেন সাংবাদিকরাও!
Colored dice with white background
Colored dice with checkered background
বিবিসি বাংলা অফিসের এডিটাথনের সব ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সে

উইকিমিডিয়া বাংলাদেশ ও বিবিসি বাংলার উদ্যোগে ৮ই ডিসেম্বর সারাদিনব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীদের নিবন্ধ সমৃদ্ধ করা হবে। প্রতিবছরই বিবিসি থেকে বিশ্বে অবদান রাখা ১০০ নারীদের নিয়ে একটি ধারাবাহিকের আয়োজন করা হয়। যেখানে, দিনব্যাপী বিশ্বের বিভিন্ন দেশে বিবিসির উদ্যোগে নারীদের সমাজে অবদান সংশ্লিষ্ঠ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। এটি বিবিসি ১০০ নারী ধারাবাহিক নামে পরিচিত। এ বছর বিবিসি ও উইকিমিডিয়া যুক্তরাজ্যের উদ্যোগে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় স্ব-স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য নারীদের নিবন্ধ উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্প হাতে নেওয়া হয়। এতে বিভিন্ন ভাষার উইকিমিডিয়া সম্প্রদায় ও উক্ত অঞ্চলের বিবিসির মধ্যে একটি যৌথ এডিটাথন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয় ও এই এডিটাথনটি বৈশ্বিক বিবিসি ১০০ নারী এডিটাথনেরই একটি অংশ। বাংলাদেশে বাংলা উইকিপিডিয়ায় এই আয়োজনে সহয়তা করছে স্থানীয় উইকিমিডিয়া চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ ও স্থানীয় বিবিসি বাংলা সংস্করণ বিবিসি বাংলা

নতুনরা কিভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। যেকোন সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন।

সময় ও কিছু বিষয়
  • এই এডিটাথন ৮ই ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের স্থানীয় সময় রাত ১২টায় শুরু হবে ও একই দিনে রাত ১১.৫৯ মিনিটে শেষ হবে।
  • দিনব্যাপী বিবিসি ও উইকিপিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে #100womenwiki হ্যাশট্যাগ দিয়ে নিবন্ধ তৈরি পোস্ট করা হবে।
  • এই এডিটাথনে বিবিসি বাংলার অফিস থেকে বিবিসির সাংবাদিকরাও অংশ নেবেন।
নিয়মাবলী
  1. এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যেকোনো নিবন্ধই তৈরি করা যাবে। প্রথমে তালিকাতে প্রবেশ করুন ও সংশ্লিষ্ট তালিকার ‘বাংলা নাম’ অংশ থেকে লাল লিংক যুক্ত যেকোনো নিবন্ধ বেছে নিয়ে তৈরি করতে পারবেন। তবে, আপনি ইচ্ছে করলে তালিকার বাইরেও অন্য যেকোন নারীর নিবন্ধ তৈরি করতে পারেন।
  2. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে কমপক্ষে তিন/চার প্যারা যুক্ত করুন।
  3. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না। ইংরেজি উইকিপিডিয়ার তথ্যসূত্রগুলোই নিবন্ধ তৈরির সময় যুক্ত করে দিতে পারেন।
  4. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ করবেন না।
  5. নিবন্ধ জমাদানের প্রয়োজন নেই। আমরা তালিকা থেকে গণনা করে নেব।