ঈগলের চোখ
ঈগলের চোখ | |
---|---|
পরিচালক | অরিন্দম শীল |
প্রযোজক | মহেন্দ্র সোনী |
রচয়িতা | শীর্ষেন্দু মুখোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | শাশ্বত চট্টোপাধ্যায় জয়া আহসান পায়েল সরকার শুভ্রজিৎ দত্ত রিয়া বণিক অনির্বান ভট্টাচার্য্য গৌরব চক্রবর্তী জয়দীপ কুণ্ডু জুন মালিয়া উষসী সেনগুপ্ত অরুণিমা ঘোষ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | ১২ আগস্ট ২০১৬ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ঈগলের চোখ ২০১৬ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। এই ছবিটি পরিচালনা করেন অরিন্দম শীল। চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেন শাশ্বত চট্টোপাধ্যায়, জয়া আহসান, পায়েল সরকার, জুন মালিয়া সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। ঈগলের চোখ বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র এবার শবরের পরবর্তী খণ্ড[১]। এই ছবিটি ২০১৬ সালের ১২ই আগস্ট মুক্তি পেয়েছে। এই ছবিটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৃষ্ট শবর দাশগুপ্তর গোয়েন্দা কাহিনী অবলম্বনে তৈরী।
কাহিনীসার
[সম্পাদনা]ডাকাতি ও নন্দিনী নাম্নী যুবতীর হত্যা তদন্তে নামে এসিস্টেন্ট কমিশনার শবর দাশগুপ্ত ও সহকারী নন্দ। ডাকাতদের গুলিতে বিষানের স্ত্রী শিভাঙ্গী আহত ও তার বন্ধু নন্দিনী মারা যায়। বিষানের জীবনের কোনো গুপ্ত অতীত আছে। সে নারীসঙ্গবিলাসী, উচ্ছৃঙ্খল ও মদাসক্ত ব্যক্তি। গল্পের পরতে পরতে জাল উন্মোচন হয়। মূলত এক পুরুষ ও তিন নারী চরিত্রের মনস্তাত্ত্বিক জটিলতা, লোভ, সন্দেহ এবং অধিকারের গল্প। আসল অপরাধীকে শেষ পর্যন্ত ধরে ফেলে শবর।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- শাশ্বত চট্টোপাধ্যায় - শবর দাশগুপ্ত
- অনির্বাণ ভট্টাচার্য্য - বিশান
- জয়া আহসান - বিশানের স্ত্রী শিভাঙ্গী
- পায়েল সরকার বিশানের স্ত্রী-র বান্ধবী নন্দিনী
- জুন মালিয়া - মহিলা সাইকোলজিস্ট
- অরুণিমা ঘোষ - একজন গণিকা এবং সেই সঙ্গে মদের দোকানে গায়িকা
- গৌরব চক্রবর্তী - শবরের সহযোগী পুলিশ কর্মকর্তা ও তার অনুগামী
- জয়দীপ কুণ্ডু
- উষসী সেনগুপ্ত
আরো দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ↑ Mitra, Prithvijit (৯ জানুয়ারি ২০১৫)। "Shabor sequel on the boar"। The Times of India।