ইসমত আরা সাদেক
ইসমত আরা সাদেক | |
|---|---|
| প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১২ জানুয়ারি ২০১৪ – ১৫ জানুয়ারি ২০১৪ | |
| জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ৫ জানুয়ারি ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৮ | |
| যশোর-৬ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৫ জানুয়ারি ২০১৪ – ২১ জানুয়ারি ২০২০ | |
| পূর্বসূরী | শেখ আব্দুল ওহাব |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১২ ডিসেম্বর ১৯৪২ বগুড়া |
| মৃত্যু | ২১ জানুয়ারি ২০২০ (বয়স ৭৭)[১] ঢাকা |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | আবু শারাফ হিজবুল কাদের সাদেক |
| সন্তান | এক ছেলে ও এক মেয়ে |
ইসমাত আরা সাদেক (১২ ডিসেম্বর ১৯৪২-২১ জানুয়ারি ২০২০) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।[২][৩] তিনি যশোর-৬ (কেশবপুর) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন।[৪]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাহবুবুর রহমান চৌধুরী এবং মাতার নাম সায়েরা খাতুন। তিনি ১৯৫৬ সালে বগুড়া ভি এম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েড পাশ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।[৫]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]১৯৯২ সালে ইসমত আরা সাদেক ও তার স্বামী এ. এস. এইচ. কে. সাদেক বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৯৬ সালে তিনি মহিলা আওয়ামী লীগের কেশবপুর শাখা প্রতিষ্ঠা করেন ও তখন থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য ছিলেন।
ইসমত আরা সাদেক দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীতে, ২০১৪ সালের ১৫ জানুয়ারি তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়।[৬]
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিসভায় স্থান পাননি। ইসমত আরা সাদেকের স্বামী এএইচকে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব আওয়ামী লীগ থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।[৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি আবু শারাফ হিজবুল কাদের সাদেক কে বিয়ে করেন, যিনি ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিক্ষা মন্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে। তার ছোট ভাই মাহমুদুর রহমান চৌধুরী ছিলেন সাবেক জাতীয় পার্টির সাবেক মন্ত্রী।
ব্যক্তিগত জীবনে ইসমত আরা সাদেক এক ছেলে ও এক মেয়ের মা ছিলেন। তার ছেলে তানভীর সাদেক কম্পিউটার প্রকৌশলী ও মেয়ে নওরীন সাদেক একজন স্থপতি।[৮]
মৃত্যু
[সম্পাদনা]২১ জানুয়ারি ২০২০ সালে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক আর নেই"। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।
- ↑ "জনপ্রশাসন প্রতিমন্ত্রী হলেন ইসমাত আরা সাদেক"। সমকাল। ১৫ জানুয়ারি ২০১৪। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "প্রাথমিক শিক্ষা আধুনিকীকরণ করতে চান ইসমত আরা সাদেক"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬।
- ↑ "যশোরে প্রথম নারী এমপি ইসমত আরা সাদেক"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬।
- ↑ "মাননীয় প্রতিমন্ত্রী"। mopa.gov.bd। ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ইসমত আরা"। দৈনিক ইত্তেফাক। ১৬ জানুয়ারি ২০১৪। ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই"। যুগান্তর। ২১ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "ইসমত আরা সাদেক"। যুগান্তর। ২১ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক আর নেই"। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।
- ১৯৪২-এ জন্ম
- ২০২০-এ মৃত্যু
- রাজনীতিতে বাংলাদেশী নারী
- বাংলাদেশের মন্ত্রী
- জাতীয় সংসদের মহিলা সদস্য
- দশম জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- যশোর জেলার রাজনীতিবিদ
- শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভার সদস্য
- বগুড়া জেলার ব্যক্তি
- বাংলাদেশের নারী মন্ত্রী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী নারী রাজনীতিবিদ