ইসমাইল গজনভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসমাইল গজনভি
গজনভি সাম্রাজ্যের সুলতান
গজনার আমির
রাজত্ব৫ আগস্ট ৯৯৭ — মার্চ ৯৯৮
পূর্বসূরিসবুক্তগিন
উত্তরসূরিমাহমুদ
মৃত্যুগুজগান[১]
গজনভি সাম্রাজ্য
পূর্ণ নাম
ইসমাইল বিন সবুক্তগিন
পিতাসবুক্তগিন
মাতাআল্প-তেগিনের কন্যা[২]
ধর্মসুন্নি ইসলাম

ইসমাইল গজনভি (ফার্সি: اسماعیل غزنوی) গজনার আমির ছিলেন। তিনি ৫ আগস্ট ৯৯৭ থেকে ৯৯৮ সালের মার্চ পর্যন্ত প্রায় ৭ মাস রাজত্ব করেন।[৩] তিনি তার পিতা আমির সবুক্তগিনের স্থলাভিষিক্ত হন, যিনি সামানি গৃহযুদ্ধের একটি অভিযানের সময় বালখে সৃষ্ট অসুস্থতায় মারা যান। মৃত্যুশয্যায় সবুক্তগিন ইসমাইলকে তার উত্তরসূরি মনোনীত করেছিলেন। তখন তার বড় ভাই মাহমুদ সামানিদের গৃহযুদ্ধে জড়িত ছিলেন, তিনি নিশাপুরে অবস্থান করেছিলেন।

এই সংবাদ পেয়ে মাহমুদ গজনভি সিংহাসনে ইসমাইলের অধিকারের প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি নিশাপুরের দায়িত্ব তার চাচা বোরঘুজ এবং ছোট ভাই নুরুদ্দিন ইউসুফের হাতে তুলে দিয়ে গজনার দিকে অগ্রসর হন যা এখন আফগানিস্তানের অংশ।

মাহমুদ গজনীর যুদ্ধে জয়লাভ করেন এবং ইসমাইলের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নেন। ইসমাইল তার বাকি জীবন গুজগানের একটি দুর্গে সীমাবদ্ধ অবস্থায় কাটিয়েছেন। অধিক অভিজ্ঞ এবং বয়স্ক মাহমুদের উপর ইসমাইলকে উত্তরাধিকারী হিসাবে নিয়োগ করার জন্য সবুক্তগিনের পছন্দের কারণটি অনিশ্চিত। ইসমাইলের মা সবুক্তগিনের পুরানো শিক্ষক আল্প-তেগিনের মেয়ে হওয়ার কারণে এটি হতে পারে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ESMĀʿĪL, b. Seboktegīn" Encyclopædia Iranica. Retrieved 18 August 2014
  2. "ESMĀʿĪL, b. Seboktegīn" Encyclopædia Iranica. Retrieved 18 August 2014
  3. Sen, Sailendra (২০১৩)। A Textbook of Medieval Indian History। Primus Books। পৃষ্ঠা 63। আইএসবিএন 978-9-38060-734-4 
  4. Bosworth 2012

সূত্র[সম্পাদনা]

  • Bosworth, C. Edmund (২০১২)। "Maḥmud b. Sebüktegin"। Encyclopaedia Iranica 

বহিঃসংযোগ[সম্পাদনা]