ইসধু রাজবংশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসধু রাজবংশের প্রথম রাজাকে ১৬৯২ খ্রিস্টাব্দে রাজা ঘোষণা করা হয়। ইশধু রাজবংশ ছিল ইশধু পরিবার থেকে। এটি একটি সংক্ষিপ্ত শাসক রাজবংশ। এই রাজবংশের অধীনে মাত্র তিনজন রাজা শাসন করেছিলেন। কারণ এই রাজবংশের জন্ম হয়েছিল এমন সময়ে যেখানে রাজনৈতিক অস্থিরতা ছিল। এই রাজবংশের প্রথম শাসক ছিলেন আহ'সুলতান আলী (সপ্তম) সিরি কুলরান মুই মহারাধুন। তার মৃত্যুর পর তার পুত্র আহ'সুলতান হাসান (দশম) সিংহাসনে আসেন। এর পর আস'সুলতান ইব্রাহিম মুঠ হিরুদ্ধেঁ সিরি মুঠেই রাসকলোস্কা মহারাধুন

আরো দেখুন[সম্পাদনা]