ইয়ুলেইলাকোর শিশু
ইয়ুলেইলাকোর শিশু[১] (স্পেনীয়: [ʝu.ʝaiˈʝa.ko]), অথবা ইয়ুলেইলাকোর মমি হলো ১৯৯৯ সালের ১৬ই মার্চ জোহান রিনহার্ড ও তাঁর প্রত্নতাত্ত্বিক দল কর্তৃক চিলি ও আর্জেন্টিনা সীমান্তের মাঝখানে ৬,৭৩৯ মিটার (২২,১১০ ফু) আগ্নেয়গিরি পর্বত ইয়ুলেইলাকো সামিটের কাছে আবিষ্কৃত তিনজন ইনকা শিশু মমি। [২] ঐ শিশুদেরকে আনু. ১৫০০ খ্রীস্টাব্দে একটি ইনকা ধর্মীয় অনুষ্ঠানে নরবলি দেওয়া হয়েছিল। অনুষ্ঠানটিতে ঐ শিশুদেরকে মাদক দেওয়া হয়[৩] এবং পর্বতের চূড়ায় শীতল পরিবেশে রেখে দেওয়া হয়, এবং এরপর তাদেরকে মাটির নিচে একটি ১.৫ মিটার (৪.৯ ফু) ছোট কুঠরিতে মরার জন্য রেখে দেওয়া হয়।[৪] রিনহার্ডের মতে মমিগুলো "এখন পর্যন্ত পাওয়া ইনকা মমিগুলোর মধ্যে সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মমি", এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিকেরারও একই মত প্রকাশ করেন। তারা এদের বিশ্বে সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মমি বলে উল্লেখ করেন।[৫][৬][৭]
২০০১ সালের ২০ই জুন আর্জেন্টিনার জাদুঘর, স্থাপত্য ও ঐতিহাসিক স্থান বিষয়ক জাতীয় কমিশন ইয়ুলেইলাকোর শিশুদের আর্জেন্টিনার জাতীয় ঐতিহাসিক সম্পদ বলে ঘোষণা করে।[১] ২০০৭ সাল থেকে মমিগুলোকে আর্জেনটিনার শহর সাল্টার মিউজিয়াম অব হাই অল্টিচুড আর্কিওলজি জাদুঘরে রাখা আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Las tres momias denominadas "Los Niños del Llullaillaco"" (স্পেনীয় ভাষায়)। Comisión Nacional de Monumentos, de Lugares y de Bienes Históricos। ২ ডিসেম্বর ২০১৩। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "Llullaillaco"। Global Volcanism Program। Smithsonian Institution।
- ↑ "Inca Child Sacrifice Victims Were Drugged"। ২৯ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ "Final Moments of Incan Child Mummies' Lives Revealed"। Live Science। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।
- ↑ Sawyer, Kathy (৭ এপ্রিল ১৯৯৯)। "Mummies of Inca Children Unearthed"। Washington Post। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১২।
- ↑ Alface, Isabel (২৯ জুলাই ২০১৩)। "Secret Last Moments of 500-Year-Old Inca Mummified Children Revealed"। Nature World News। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৬।
- ↑ Morelle, Rebecca (৩০ জুলাই ২০১৩)। "Inca mummies: Child sacrifice victims fed drugs and alcohol"। BBC News। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৬।