ইয়ুকাতান প্রণালী

স্থানাঙ্ক: ২১°৩৪′৪২″ উত্তর ৮৫°৫৪′২৭″ পশ্চিম / ২১.৫৭৮৩৩° উত্তর ৮৫.৯০৭৫০° পশ্চিম / 21.57833; -85.90750
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ুকাতান প্রণালী
Bay of Honduras.jpg
অঞ্চলের মানচিত্র
ইয়ুকাতান প্রণালী ক্যারিবীয়-এ অবস্থিত
ইয়ুকাতান প্রণালী
ইয়ুকাতান প্রণালী
স্থানাঙ্ক২১°৩৪′৪২″ উত্তর ৮৫°৫৪′২৭″ পশ্চিম / ২১.৫৭৮৩৩° উত্তর ৮৫.৯০৭৫০° পশ্চিম / 21.57833; -85.90750
সর্বাধিক প্রস্থ২১৭ কিলোমিটার (১৩৫ মা)
গড় গভীরতা২,৭৭৯ মিটার (৯,১১৭ ফু)

ইয়ুকাতান প্রণালী বা ইউকাতান স্ট্রেইট‌্স ( স্পেনীয় : Canal de Yucatán) হলো মেক্সিকো এবং কিউবার মধ্যে একটি প্রণালী। এটি মেক্সিকো উপসাগরের সাথে ক্যারিবীয় সাগরের ইয়ুকাতান বেসিনকে সংযুক্ত করে। এটি মাত্র ২০০ কিলোমিটার (১২০ মা) প্রশস্ত এবং প্রায় ২,৮০০ মিটার (৯,২০০ ফু) গভির। এর গভীরতম স্থান কিউবার উপকূলের নিকটবর্তী।

স্রোত[সম্পাদনা]

ইয়ুকাতান প্রণালী কিউবাকে মেক্সিকার ইউকাটান উপদ্বীপ থেকে পৃথক করে এবং ক্যারিবিয়ান সাগরকে মেক্সিকো উপসাগরের সাথে যুক্ত করেছে। প্রণালীটি মেক্সিকোর কেপ ক্যাটোচে এবং কিউবার কেপ সান আন্তোনিওর মধ্যে ২১৭ কিলোমিটার (১৩৫ মা) প্রশস্ত। [১] কিউবার উপকূলের কাছে এটির সর্বাধিক গভীরতা ২,৭৭৯ মিটার (৯,১১৭ ফু)। [২] পানি ক্যারিবিয়ান সমুদ্রের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই প্রবাহটি উইন্ডওয়ার্ড প্যাসেজ দিয়ে প্রবাহিত উত্তর নিরক্ষীয় স্রোতেরএসভি এবং ব্রাজিলের উপকূলে প্রবাহিত দক্ষিণ নিরক্ষীয় স্রোতের ১২ এসভি পানির সমন্বয়ে গঠিত। সর্বনিম্ন ১৭°C তাপমাত্রায় মোট প্রবাহ প্রায় ১৭ এসভি। এই প্রবাহটি ইয়ুকাতান উপদ্বীপের পাশ দিয়ে প্রবাহিত হয়ে এটি ইয়ুকাতান স্রোতে পরিণত হয়। [৩] এই স্রোতটি মেক্সিকো উপসাগরে পানির প্রবাহের বেশিরভাগ অংশ সরবরাহ করে কারণ ফ্লোরিডার প্রণালী দিয়ে প্রবাহ অবিরাম নয় এবং প্রবাহিত জলের পরিমাণও অল্প। ইয়ুকাতান স্রোত প্রণালীর পশ্চিমাঞ্চলে প্রবলভাবে প্রবাহিত হয় যেখানে কিউবার পাল্টা স্রোত প্রণালীর পূর্ব দিকের বিপরীতে প্রবাহিত হয়। ইয়ুকাতান স্রোতের নীচে দক্ষিণে প্রবাহিত ইয়ুকাতান অন্ত:প্রবাহ রয়েছে যা পানি মেক্সিকো উপসাগর থেকে দূরে নিয়ে যায়। [৪]

প্রবালদ্বীপ[সম্পাদনা]

ইয়ুকাতান প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত পানি মেক্সিকো উপসাগরে প্রবেশ করার পর এটি সমুদ্রের অগভীর অঞ্চল ক্যাম্পেচে তীরের পাশ দিয়ে যায়। সমুদ্রতীর থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মা) দূরে ইয়ুকাতান তাকের বাহ্যিক সীমাননায় প্রবাল প্রাচীর রয়েছে। এখানে প্রাচীর তৈরির প্রধান প্রবালগুলি হলো Acropora cervicornis, Acropora palmata এবং Montastraea annularis যার মধ্যে অনেকে ১৯৯০ এর দশকের শেষদিকে মারা গেছে। এরপরে কিছু সংশোধন ঘটেছে। [৫] ক্যাম্পেচ উপকূল একটি জীববৈচিত্র্যময় অঞ্চল এবং এটি সহ মেক্সিকো উপকূল থেকে ইয়ুকাতান প্রণালীর অন্যান্য অংশগুলিতে কারিগর জেলেরা প্রচুর মাছ ধরেন। অঞ্চলটি অতিরিক্ত শোষণের ফলে হুমকির সম্মুখীন হয়েছে। [৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Britannica
  2. Free Dictionary
  3. Gyory, Joanna; Mariano, Arthur J.। "The Caribbean Current"Ocean surface currents। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-৩১ 
  4. Gyory, Joanna; Mariano, Arthur J.। "The Yucatan Current"Ocean surface currents। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-৩১ 
  5. Cortés, J. (ed.) (২০০৩)। Latin American Coral Reefs। Gulf Professional Publishing। পৃষ্ঠা 134–147। আইএসবিএন 9780080535395 
  6. Jord, E.। "Mexico"Reefs at Risk in the Caribbean। World Resources Institute। ২০১৩-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-৩১