ইবনুল ফকীহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনুল ফকিহ আল-হামাদানি ইবনুল ফকিহ
পিতা-মাতামুহাম্মাদ ইবনুল ফকীহ
উচ্চশিক্ষায়তনিক কর্ম
যুগইসলামী স্বর্ণযুগ
প্রধান আগ্রহইসলামী ভূগোল
উল্লেখযোগ্য কাজমুখতাসার কিতাব আল-বুলদান ("কন্সাইজ বুক অফ ল্যান্ডস")

আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে আল-ফকিহ আল-হামাদানি ( ফার্সি: احمد بن محمد ابن الفقيه الهمذانی ) ছিলেন ১০ শতকের একজন ফার্সি [১] ইতিহাসবিদভূগোলবিদ, যিনি আরবি ভাষায় লেখা তাঁর মুখতাসারু কিতাবু বুলদানের (কন্সাইজ বুক অফ ল্যান্ডস) জন্য বিখ্যাত।

১৮৭০-এর দশকে ওলন্দাজ প্রাচ্যবিদ মাইকেল জান ডি গোয়েজে লুগডুনি-বাটাভে ( লেইডেন ) ব্রিল প্রকাশকদের দ্বারা প্রকাশিত বিবলিওথেকা জিওগ্রাফোরাম অ্যারাবিকোরাম নামে একটি আট খণ্ডের সিরিজে আরব ভূগোলবিদদের ভূগোল রচনার একটি নির্বাচন সম্পাদনা করেন। আল-হামাদানির মুখতাসার কিতাব আল-বুলদান এই সিরিজের ৫ম খণ্ডে প্রকাশিত হয়েছিল।

১৯৬৭ সালে দ্বিতীয় সংস্করণ দার সাদির (বৈরুত) এবং ইজে ব্রিল (লুগদুনি বাটাভোরুম) দ্বারা মুদ্রিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Donzel, E. J. van (১ জানুয়ারি ১৯৯৪)। Islamic Desk Reference। BRILL। পৃষ্ঠা 147আইএসবিএন 90-04-09738-4