ইন ড্যালেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন ড্যালেস
ড্যালেস, ১৯৮১ সালে
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী
কাজের মেয়াদ
৭ নভেম্বর ১৯৮৯ – ১০ জানুয়ারী ১৯৯৪
প্রধানমন্ত্রীরুদ লুবারস
পূর্বসূরীকীস ভ্যান ডাইক
উত্তরসূরীআর্নস্ট হিরশ বলিন (ভারপ্রাপ্ত)
নিজমেগেন এর মেয়র
কাজের মেয়াদ
১৬ মে ১৯৮৭ – ৭ নভেম্বর ১৯৮৯
পূর্বসূরীফ্রান্স হার্মসেন [nl]
উত্তরসূরীএড ড'হন্ডট [nl]
হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ এর সদস্য
কাজের মেয়াদ
১৬ সেপ্টেম্বর ১৯৮২ – ১৬ মে ১৯৮৭
সংসদীয় দললেবার পার্টি
সমাজ ও কর্মসংস্থান বিষয়ক উপ সচিব
কাজের মেয়াদ
১১ সেপ্টেম্বর ১৯৮১ – ২৯ মে ১৯৮২
সাথে ছিলেন হেডি ড'আনকোনা
প্রধানমন্ত্রীড্রাইস ভন আগট
পূর্বসূরীলুও দ্য গ্রাফ (সমাজ ও কর্মসংস্থান বিষয়ক উপ সচিব)
উত্তরসূরীপাইট ভন জিল
ব্যক্তিগত বিবরণ
জন্মক্যাথারিনা ইসাবেলা ড্যালেস
(১৯৩১-১০-১৮)১৮ অক্টোবর ১৯৩১
আরনহেম, নেদারল্যান্ড
মৃত্যু১০ জানুয়ারি ১৯৯৪(1994-01-10) (বয়স ৬২)
উট্রেখট, নেদারল্যান্ড
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক
জাতীয়তাডাচ
রাজনৈতিক দললেবার পার্টি (১৯৬৮ থেকে)
ঘরোয়া সঙ্গীএলিজাবেথ শ্মিটজ (১৯৮১–১৯৯৪)
প্রাক্তন শিক্ষার্থীআমস্টারডাম বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ · সরকারী চাকুরী · সমাজকর্মী

ক্যাথারিনা ইসাবেলা "ইন" ড্যালেস (১৮ অক্টোবর ১৯৩১- ১০ জানুয়ারী ১৯৯৪) ছিলেন নেদারল্যান্ডস লেবার পার্টির (পিভিডিএ) একজন রাজনীতিবিদ এবং সমাজকর্মী। [১]

তিনি ১৯৫৩ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৭৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত সমাজকর্মী হিসাবে এবং ১৯৭৭ সালের সেপ্টেম্বর থেকে ১৯৮১ সালের সেপ্টেম্বর পর্যন্ত রটার্ডাম পৌরসভার বেসামরিক কর্মচারীরূপে সমাজসেবা পরিচালিকা হিসাবে কাজ করেছিলেন। ১৯৮১ সালের নির্বাচনের পরে তিনি দ্বিতীয় ভ্যান অ্যাগ্ট মন্ত্রিপরিষদের সামাজিক কার্যক্রম ও কর্মসংস্থান বিষয়ক রাজ্যসচিব পদে নিযুক্ত হয়েছিলেন এবং ১১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৯৮২ সালের ১২ মে পর্যন্ত ভ্যান অ্যাগ্ট মন্ত্রিপরিষদ দ্বিতীয় মেয়াদে মাত্র সাত মাস কার্যকর ছিল এবং ২৯ মে তারিখে তৃতীয় ভ্যান অ্যাগ্ট তত্ত্বাবধায়ক মন্ত্রিপরিষদ দায়িত্ব গ্রহণ করেছিল।

১৯৮২ সালের নির্বাচনের পরে ড্যালেস হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ১৬ সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৯৮৭ সালের এপ্রিলে তিনি নিজমেগেনের মেয়র পদে মনোনীত হয়েছিলেন। মেয়র হিসাবে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৭ সালের ১৬ মে দায়িত্ব গ্রহণের পরে তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে থেকে পদত্যাগ করেছিলেন। ১৯৮৯ সালের নির্বাচনের পরে তিনি তিনি তৃতীয় লুবার্স মন্ত্রিপরিষদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং ১৯৮৯ সালের ৭ নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক ও মধ্যস্থতাকারী হিসাবে তার দক্ষতার সুখ্যাতি ছিল। তিনি নেদারল্যান্ডসের সরকারের দ্বিতীয় স্বীকৃত-এলজিবিটি মন্ত্রী এবং প্রথম উভকামী হিসাবে এই গৌরব অর্জন করেছিলেন। তিনি তার সহকর্মী লেবার পার্টির রাজনীতিবিদ এলিজাবেথ স্মিথজের সাথে সম্পর্কাবদ্ধ ছিলেন। বেশ কয়েক বছর যাবৎ এই ঘটনাটি ওলন্দাজ রাজনীতিতে রাখঢাকের একটি বিষয় ছিল।

১৯৯৪ সালের ১০ জানুয়ারিতে ইন ড্যালেস ইউট্রেখ্টে‌ তার নিজ বাড়িতে মারাত্মক হৃদযান্ত্রিক বৈকল্যের (হার্ট অ্যাটাক) পরে মৃত্যুবরণ করেছিলেন।

সম্মাননা[সম্পাদনা]

সম্মাননা
পদক ফিতা সম্মাননা দেশ তারিখ মন্তব্য

নাইট অফ দ্য অর্ডার অফ দ্য নেদারল্যান্ডস লায়ন নেদারল্যান্ডস ৯ সেপ্টেম্বর ১৯৮২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. (ওলন্দাজ ভাষায়) Ien Dales (1931-1994) Absolutefacts.nl