ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গঠিত১৯২৪
ধরনঅলাভজনক সংস্থা
সদরদপ্তরকলকাতা
অবস্থান
দাপ্তরিক ভাষা
ইংরাজী
President
অধ্যাপক জি ডি যাদব
ওয়েবসাইটhttp://indianchemicalsociety.com/

ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি হল ভারতে রসায়ন বিজ্ঞানীদের এক অলাভজনক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক গবেষণা প্রতিষ্ঠান। [১][২] আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৯২৪ খ্রিষ্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এবং তিনি সংস্থাটির সভাপতি ছিলেন। [৩] ১৯২৪ খ্রিষ্টাব্দ হতেই সংস্থাটি তার "ত্রৈমাসিক জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি" প্রকাশ করতে শুরু করে (১৯২৪-১৯২৭)। বর্তমানে এটি জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি নামে পরিচিত। [৪]

ফেলো[সম্পাদনা]

ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি - উত্তর শাখা[সম্পাদনা]

সংস্থাটির বৈজ্ঞানিক উদ্দেশ্যটি দিকে আরও সফল করতে ও দক্ষতার সাথে পরিচালনা করতে, ২০২০ সালের ৩ রা মার্চ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি - উত্তর শাখা চালু করেছে। প্রফেসর ড। যতিন্দর কে রতন এবং ডাঃ শিবেন্দু রঞ্জন। যথাক্রমে সভাপতি এবং সহ-সভাপতি পদে বিক্রম জিত সিং এবং ডাঃ নন্দিতা দাশগুপ্ত। ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মে ২০২১ তারিখে যথাক্রমে সচিব ও যুগ্ম-সচিব হিসাবে আইসিএস-উত্তর শাখার পদাধিকারী হয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Indian Chemical Society (1924–1932)"। ১৯৩৪: 791। ডিওআই:10.1038/133791b0অবাধে প্রবেশযোগ্য 
  2. "Indian Chemical Society"indianchemicalsociety.com। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৪ 
  3. Uma Dasgupta (২০১১)। Science and Modern India: An Institutional History, C. 1784-1947। Pearson Education India। পৃষ্ঠা 833। আইএসবিএন 9788131728185 
  4. Caroline Cooper (২০১০)। Organic Chemist's Desk Reference। CRC Press। পৃষ্ঠা 19। আইএসবিএন 978-1439811641