ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট লখনউ

স্থানাঙ্ক: ২৬°৫৬′১৪.৫৫″ উত্তর ৮০°৫৩′৫৭.৭৪″ পূর্ব / ২৬.৯৩৭৩৭৫০° উত্তর ৮০.৮৯৯৩৭২২° পূর্ব / 26.9373750; 80.8993722
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট লখনউ
নীতিবাক্যSuprabhande Rashtra Samriddhi
বাংলায় নীতিবাক্য
উন্নত দেশের লক্ষ্যে আরও ভাল ব্যবস্থাপনা
ধরনসরকারি ব্যবসায়িক বিদ্যালয়
স্থাপিত১৯৮৪; ৪০ বছর আগে (1984)
অধিভুক্তিএমবিএ, এএসিএসবি
চেয়ারম্যাননাটারাজন চন্দ্রশেকরন[১]
পরিচালকঅর্চনা শুক্লা[২]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৯৭[৩]
শিক্ষার্থী১,১৫৩[৩]
স্নাতকোত্তর৯৯৫[৩]
১৫৮[৩]
অবস্থান, ,
২৬°৫৬′১৪.৫৫″ উত্তর ৮০°৫৩′৫৭.৭৪″ পূর্ব / ২৬.৯৩৭৩৭৫০° উত্তর ৮০.৮৯৯৩৭২২° পূর্ব / 26.9373750; 80.8993722
শিক্ষাঙ্গনশহুরে, ২০০ একর (০.৮১ কিমি)
ওয়েবসাইটwww.iiml.ac.in
মানচিত্র

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট লখনউ (সংক্ষেপে আইআইএম লখনউ বা আইআইএম-এল) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউয়ের একটি পাবলিক বিজনেস স্কুল। এটি ১৯৮৪ সালে ভারত সরকার দ্বারা চতুর্থ ইন্ডিয়ান ইনস্টিটিউটস অব ম্যানেজমেন্ট (আইআইএম) হিসাবে প্রতিষ্ঠিত হয়। আইআইএম লখনউ স্নাতকোত্তর ডিপ্লোমা, ফেলোশিপ ও ব্যবস্থাপনায় কার্যনির্বাহী প্রোগ্রাম সরবরাহ করে। এটি ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা "ইনস্টিটিউশন অব এক্সিলেন্স" হিসাবে স্বীকৃত। আইআইএম লখনউ নতুন প্রতিষ্ঠিত আইআইএম জম্মু, আইআইএম রোহাতক ও আইআইএম কাশীপুরের পরামর্শদাতা সংস্থা হিসাবেও কাজ করে। এটি ২০১৮ সাল পর্যন্ত আইআইএম সিরমৌর’র পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসাবেও কাজ করেছে।

প্রতিষ্ঠানটি লখনউয়ের উত্তর শহরতলিতে ২০০ একর স্থান জুড়ে বিস্তৃত। নয়ডায় ২০-একর সাইটে এক বছরের পূর্ণকালীন এমবিএ প্রোগ্রাম (আইপিএমএক্স), কার্যনির্বাহী ও কার্যনির্বাহী শিক্ষার জন্য দুই বছরের পিজিপি-র জন্য প্রতিষ্ঠানটির দ্বিতীয় ক্যাম্পাস রয়েছে। দু'বছরের পিজিপি ও ফেলোশিপ প্রোগ্রামের জন্য ভর্তিটি কমন অ্যাডমিশন টেস্টের (সিএটি) মাধ্যমে করা হয় এবং জিএমএটি স্কোরকে এমবিএ প্রোগ্রামের সমতুল্য এক বছরের পূর্ণকালীন আবাসিক প্রোগ্রামের জন্য ম্যানেজমেন্ট ফর ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়, অপরদিকে ওয়ার্কিং এক্সিকিউটিভ প্রোগ্রামের জন্য দুই বছরের পিজিপিতে ভর্তি জিএমএটি স্কোর বা আইআইএম লখনউয়ের দ্বারা পরিচালিত একটি প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষার ভিত্তিতে করা হয়। জিএমএটি বা লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা চূড়ান্ত বাছাই পর্বে রাইটিং ক্ষমতার পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাত্কারের (ওয়াট এবং পিআই) সম্মুখীন হন। প্রোগ্রামগুলি বিশ্বব্যাপী স্বীকৃতি সংস্থা এএমবিএ ও এএসিএসবি দ্বারা অনুমোদিত। প্রতিষ্ঠানের ছাত্র বিনিময়ের জন্য বিশ্বজুড়ে ২৪ টি শীর্ষস্থানীয় বি-স্কুলের সাথে চুক্তি রয়েছে। বছর জুড়ে বিভিন্ন ক্লাব, একাডেমিক ইন্টারেস্ট গ্রুপ এবং কমিটিসমূহের দ্বারা বেশ কয়েকটি বি-প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইতিহাস[সম্পাদনা]

Photograph of the sculpture of logo at the entrance of the institute
প্রবেশদ্বার: প্রতিষ্ঠানের লোগো ভাস্কর্য

আইআইএম লখনউ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি কেন্দ্রীয়ভাবে অর্থায়িত একটি সংস্থা। এটি ভারতে প্রতিষ্ঠিত হওয়া চতুর্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম কলকাতা, আইআইএম আহমেদাবাদআইআইএম ব্যাঙ্গালোরের পরে)। বিশিষ্ট শিক্ষাবিদ ঈশ্বর দয়াল প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন; তিনি আইআইএম লখনউয়ের প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে চার বছর দায়িত্ব পালন করেছিলেন।[৪] শিল্পপতি হরি শঙ্কর সিংহানিয়া ১৯৯২ সালে বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি ২০০৭ সাল অবধি দায়িত্ব পালন করেন। [৫]

পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম (পিজিপি) ১৯৮৫–৮৬ সালে ৩০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়। [৫] ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হওয়ার পরে, বাটলার প্রাসাদে ভাড়া কক্ষগুলিতে ক্লাস অনুষ্ঠিত হত এবং পরে গিরি ইনস্টিটিউট অব ডেভেলপমেন্টাল স্টাডিজে স্থানান্তরিত হয়। বর্তমান ক্যাম্পাসটি ১৯৯২ সালে লখনউয়ের উপকণ্ঠে নির্মিত হয়। [৬]

ছাত্র বিনিময় কার্যক্রম শুরু করতে ২০০১ সালে তিনটি বিদেশী বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ তৈরি করা হয়। কৃষিক্ষেত্র কোর্সটি ১৩ জন শিক্ষার্থী নিয়ে ২০০৪ সালে শুরু হয়।

আইআইএম লখনউ ২০০৫ সালে দিল্লির নিকটে নয়ডায় একটি দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করে। নয়ডা ক্যাম্পাসটি এক্সিকিউটিভ শিক্ষার জন্য একচেটিয়াভাবে প্রতিষ্ঠিত হয়। [১৪] [১৫] আইআইএম লখনউ অতিরিক্ত একটি ক্যাম্পাস শুরু করা ক্ষেত্রে দেশের প্রথম আইআইএম।

শিক্ষা প্রাঙ্গণ[সম্পাদনা]

আইআইএম লখনউয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গণ বা ক্যাম্পাসটি ২০০ একর (৮১ হেক্টর) জুড়ে বিস্তৃত এবং ভারতের উত্তর প্রদেশের লখনউ শহরের উপকণ্ঠে প্রবন্ধ নগরে অবস্থিত। এটি লখনউ রেলওয়ে স্টেশন থেকে ১৬ কিলোমিটার (৯.৯ মাইল) দূরে এবং লখনউ বিমানবন্দর থেকে ২৫ কিলোমিটার (১৬ মাইল) দূরে অবস্থিত। আইআইএম লখনউয়ের আলীগঞ্জে একটি সিটি অফিসও রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tata Sons' Chandrasekaran appointed IIM-L chairman"The Times of India। ৫ জানুয়ারি ২০১৮। ১৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Archana Shukla is the new director at IIM Lucknow"The Economic Times। ৪ এপ্রিল ২০১৯। ২৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯ 
  3. "NIRF 2020" (পিডিএফ)। IIM Lucknow। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  4. Dayal, Ishwar (১৯৯৮)। Reappraising management education : perspectives for the future। New Delhi: Mittal Publications। পৃষ্ঠা 105। আইএসবিএন 8170996775। ১২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Address of Mr Harishankar Singhania" (পিডিএফ)IIM Lucknow। ২ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১২ 
  6. "Newsletter pp10" (পিডিএফ)IIM Lucknow। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]