ইটা দুর্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইটা দুর্গ
ইটা দুর্গ, দক্ষিণ দিকের প্রবেশদ্বার
অবস্থানইটানগর, অরুণাচল প্রদেশ, ভারত
নির্মিত১৪-১৫ শতক
ইটা দুর্গ ভারত-এ অবস্থিত
ইটা দুর্গ
ভারতে ইটা দুর্গের অবস্থান

ইটা দুর্গ হল উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের এক উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান।

নামকরণ[সম্পাদনা]

"ইটা দুর্গ"র অর্থ হল ইট নির্মিত দুর্গ (আহোম ভাষার থেকে এসেছে)। ইটানগরে অবস্থিত এই দুর্গটি ইট দ্বারা নির্মিত। সেজন্য একে "ইটা দুর্গ" বলে ডাকা হয়।

নির্মাণ[সম্পাদনা]

এই দুর্গটি ১৪শ অথবা ১৫শ শতকের শুরুতেই নির্মাণ করা হয়েছিল।[১] একটির ওপরে অন্য একটি ইট চাপিয়ে এই দুর্গটি নির্মাণ করা হয়েছে। ১৬,২০০ ঘন মিটারের এই বিশাল দুর্গটিকে কিছু বিদ্বান লোক "জিতারী বংশ"এর রামচন্দ্রের মায়াপুর বলে চিহ্নিত করেছেন।[২] এই দুর্গটিতে তিনটা দিক - পশ্চিম দিক, পূর্ব দিক ও দক্ষিণ দিকে তিনটি দুয়ার আছে।

পুরাতাত্ত্বিক বিভাগ এর থেকে কিছু সামগ্রী সংগ্রহ করে জওহরলাল নেহরু রাজ্যিক সংগ্রহালয়এ রেখেছে।[৩].

চিত্রাবলী[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tourism in Arunachal Pradesh"। Arunachalpradesh.nic.in। ২০১২-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৭ 
  2. "Arunachal Tourism"। Arunachal Tourism। ১৯১১-১২-০৪। ২০১২-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৭ 
  3. T. Raatan (২০০৬)। History, religion and culture of north east India। Gyan Books। পৃষ্ঠা 29। আইএসবিএন 8182051789