বিষয়বস্তুতে চলুন

ইউসুফ দিকেচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউসুফ দিকেচ
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাতুরস্কতুর্কি
জন্ম (1973-01-01) ১ জানুয়ারি ১৯৭৩ (বয়স ৫১)
গোকসুন, তুরস্ক
মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠানগাজী বিশ্ববিদ্যালয়
পেশাসামরিক এবং ক্রীড়া প্রশিক্ষক
কার্যকাল২০০১–বর্তমান
উচ্চতা১.৮০ মি
ওজন৮০ কেজি
ক্রীড়া
দেশতুরস্ক
ক্রীড়াএয়ার পিস্তল
বিভাগ১০ মিটার এয়ার পিস্তল, ৫০ মিটার এয়ার পিস্তল
ক্লাবজেন্ডারমেরি ফোর্স
পদকের তথ্য
শ্যুটিং
 তুরস্ক-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০২৪ প্যারিস ১০ মিটার এয়ার পিস্তল (মিক্স টিম)
আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ]
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৪ গ্রানাদা ২৫ মিটার সি-এফ পিস্তল
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৪ গ্রানাদা ২৫ মিটার সাধারণ পিস্তল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৪ গ্রানাদা ১০ মিটার এয়ার পিস্তল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০২৩ বাকু ১০ মিটার এয়ার পিস্তল (মিক্স টিম)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৪ গ্রানাদা ২৫ মিটার সাধারণ পিস্তল (টিম)
ইউরোপীয় গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০২৩ ক্রাকুফ-মাওপোলস্কিয়ে ১০ মিটার সাধারণ পিস্তল (টিম)
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৩ ওসিয়েক ২৫ মিটার সি-এফ পিস্তল
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৩ ওসিয়েক ২৫ মিটার সাধারণ পিস্তল
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৩ ওসিয়েক ২৫ মিটার সি-এফ পিস্তল (টিম)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৬ গয়র পিস্তল
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৮ গয়র পিস্তল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১২ ভিয়েরুমেকি পিস্তল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১২ ভিয়েরুমেকি পিস্তল (টিম)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৩ ওসিয়েক ২৫ মিটার সাধারণ পিস্তল (টিম)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৩ ওসিয়েক ৫০ মিটার সাধারণ পিস্তল (টিম)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০২১ ওসিয়েক ৫০ মিটার সাধারণ পিস্তল (টিম)
আইএসএসএফ বিশ্বকাপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১২ মিউনিখ ১০ মিটার এয়ার পিস্তল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১১ রোকলো ১০ মিটার এয়ার পিস্তল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১২ মিউনিখ ১০ মিটার এয়ার পিস্তল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১২ ব্যাংকক ১০ মিটার এয়ার পিস্তল
সিআইএসএম বিশ্ব চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৬ রেনা ২৫ মিটার সি-এফ পিস্তল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১০ জাগরেব ২৫ মিটার সি-এফ পিস্তল
ভূমধ্যসাগরীয় গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৩ মেরসিন ৫০ মিটার পিস্তল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ আলমেরিয়া ১০ মিটার এয়ার পিস্তল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৩ মেরসিন ১০ মিটার এয়ার পিস্তল
মিলিটারি ওয়ার্ল্ড গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৭ হায়দ্রাবাদ মিলিটারি র‍্যাপিড ফায়ার পিস্তল

ইউসুফ দিকেচ (জন্ম: ১ জানুয়ারি, ১৯৭৩) একজন তুর্কি ক্রীড়া লক্ষ্যভেদী, যিনি পিস্তল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তুর্কি জেন্ডারমেরির একজন অবসরপ্রাপ্ত নন-কমিশনড অফিসার এবং জান্ডারমা গুকু স্পোর্টস ক্লাবের সদস্য। তিনি ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সতীর্থ ইভাল ইলেদা তারহানের সাথে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দল ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ইউসুফ দিকেচ ১৯৭৩ সালে কাহরামানমারাস প্রদেশের গোকসুন জেলার তাসোলুক গ্রামে জন্মগ্রহণ করেন। তার গ্রামে প্রাথমিক শিক্ষার পর, তিনি গোকসুনে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন। ১৯৯৪ সালে, তিনি আঙ্কারার জেন্ডারমেরির মিলিটারি স্কুলে ভর্তি হন। স্নাতক হওয়ার পর, তিনি একজন কর্পোরাল হন এবং মার্দিনে শহরে তাকে নিযুক্ত করা হয়। ১৯৯৯ সালে, দিকেচ জেন্ডারমেরির মিলিটারি স্কুলে প্রবেশ করেন। এক বছর পর সার্জেন্ট পদে তার পদোন্নতি হয়। তিনি এক বছর ইস্তাম্বুলে ছিলেন, এবং তারপর আঙ্কারার, তুর্কি জেন্ডারমারি ক্রীড়া ক্লাবে নিযুক্ত করা হয়।[][]

২০০১ সালে, তিনি লক্ষ্যভেদী ক্রীড়া দিয়ে শুরু করেন। তখন থেকেই, দিকেচ জাতীয় সামরিক দলের পাশাপাশি জাতীয় দলেও খেলতে শুরু করেন।[][]

তিনি গাজী বিশ্ববিদ্যালয়, আঙ্কারা থেকে শারীরিক শিক্ষা এবং খেলাধুলায় শিক্ষা লাভ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Yusuf Dikeç" (তুর্কি ভাষায়)। Emekli Assubaylar। ১১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১২ 
  2. "Yusuf Dikeç" (তুর্কি ভাষায়)। Göksun Şehir Portalı। ২৬ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Türk Sporcular 2012 Londra Olimpiyatlarında-Atıcılık-Yusuf Dikeç" (তুর্কি ভাষায়)। GSB। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]