ইউরোপিয়ান্স ক্রিকেট দল (সিলন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইউরোপিয়ান্স ক্রিকেট দল ছিল সিলন (বর্তমান শ্রীলঙ্কা) ভিত্তিক একটি ক্রিকেট দল এবং ঔপনিবেশিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত। দলটি ১৯২৭ সালের জানুয়ারিতে সফরকারী মেরিলেবোন ক্রিকেট ক্লাব-এর বিপক্ষে একটি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলে। কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড-এ অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়।[১][২]

একমাত্র ম্যাচ[সম্পাদনা]

ইউরোপিয়ান্স ১৫৪ ১৯৪/৪ ম্যাচ ড্র [২]

জর্জ নিল ৭৬
ইউয়ার্ট অ্যাস্টিল ৫/৫২ (২১.২ ওভার)

অ্যালিস্টায়ার ব্লেয়ার ৯৫*
পিটার একার্স্লে ২/৫৭ (৯.৪ ওভার)

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো
আম্পায়ার: ডব্লিউ.এস. ফ্লিন্ড্যালফ্র্যাঙ্ক ওন্দাৎজে

এমসিসি ৪১৯

বব ওয়াট ৭৬
এডওয়ার্ড ওয়েডলেক-লুইস ৫/৮৭ (২৩ ওভার)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "First-Class Matches played by Europeans (Ceylon)"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১১ 
  2. "Europeans v Marylebone Cricket Club, 1926/27"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]