ইউরেশীয় স্কোপ্স পেঁচা
ইউরেশীয় স্কোপ্স পেঁচা | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Strigiformes |
পরিবার: | Strigidae |
গণ: | Otus |
প্রজাতি: | O. scops |
দ্বিপদী নাম | |
Otus scops (Linnaeus, 1758) | |
![]() | |
Summer Resident Winter |
ইউরেশীয় স্কোপ্স পেঁচা (Otus scops), যা ইউরোপীয়ান স্কোপ্স পেঁচা নামেও পরিচিত হল পেঁচা প্রজাতির অন্তর্ভুক্ত একধরনের ছোটো আকৃতির পেঁচা। এই প্রজাতির সাধারণ পেঁচাগুলো পরিচিত পেঁচাদের বড় গ্রুপের একটি অংশ। এদের অন্য প্রজাতিটি হল লক্ষ্মীপেঁচা।
বিন্যাস
[সম্পাদনা]এই প্রজাতিটি দক্ষিণ ইউরোপ, পূর্ব এবং পশ্চিম এশিয়াতে প্রধানত বসবাস করে। এই প্রজাতিটি পরিযান করে। শীতকালে এরা ইউরোপের দক্ষিণতম প্রান্তে চলে যায় এবং সাহারা আফ্রিকাতেও চলে যায় মাঝে মাঝে। প্রধানত বসন্তকালে এরা প্রজনন করে। এই নিশাচর পেঁচারা প্রজনন কালের সময় ডাকে না। এরা প্রধানত খোলামেলা পরিবেশে বনভূমি, উদ্যান এবং বাগানে থাকে। এরা গাছের গর্তে ৩-৬ টা ডিম পারে।
বর্ণনা
[সম্পাদনা]
এটি একটি ছোটো আকারের পেঁচা। এরা লম্বায় ১৯–২১ সেমি (৭.৫–৮.৩ ইঞ্চি) এবং এদের পাখনার দৈর্ঘ্য ৪৭–৫৪ সেমি (১৯–২১ ইঞ্চি) কিন্তু লিটল পেঁচাদের মতোন বড় নয়। দেহের ওজন হয় ৬৪ থেকে ১৩৫ গ্রাম (২.৩ থেকে ৪.৮ আউন্স)।[২] এদের মাথার পাশের থেকে ছোটো ছোটো দুটো কানের অংশ বাইরে বেরিয়ে থাকে। এদের গায়ের রঙ প্রধানত হয় ধূসর রঙের এবং এদের মুখের রঙটা আরোও মলিন হয়ে যায়। এই প্রজাতির লম্বা সরু পাখনার উপর বিশেষ উড়ানের ক্ষমতা রয়েছে যা তাদের পরিযানকে সাহায্য করে।
ব্যবহার
[সম্পাদনা]এদের ডাক অনেকটা গভীর বাশি বাজানোর মতোন যা পুরুষ এবং মহিলা উভয়েই দিতে পারে।
খাদ্য
[সম্পাদনা]এরা কীট-পতঙ্গ ইত্যাদির অপরে বেচে থাকে এছাড়াও ছোটো ছোটো অমেরুদন্ডী প্রাণীদের খেয়েও বেচে থাকে। এরা প্রধানত রাত্রিবেলায় শিকার ধরে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (২০১২)। "Otus scops"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
- ↑ CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor). CRC Press (1992), আইএসবিএন ৯৭৮-০-৮৪৯৩-৪২৫৮-৫.

বহিঃসংযোগ
[সম্পাদনা]- BSC-EOC.org[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], Avibase, includes link to Flickr Hand Guide images.
- Owlpages.com
- Ageing and sexing (PDF; 5.8 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze
উইকিমিডিয়া কমন্সে ইউরেশীয় স্কোপ্স পেঁচা সম্পর্কিত মিডিয়া দেখুন।
উইকিপ্রজাতিতেOtus scops সম্পর্কিত তথ্য।
- Otus scops in the Flickr: Field Guide Birds of the World
- Otus scops on Avibase