ইউরিক অ্যাসিড
পোলারিত আলোয় ইউরটের স্ফটিক
| |
নামসমূহ | |
---|---|
পদ্ধতিগত ইউপ্যাক নাম
৭,৯ ডাই হাইড্রোহাইড্রো-পিউরিন-২,৬,৮ টাইওওন | |
অন্যান্য নাম
২,৬,৮ ট্রাইওক্সিপিউরিন; ২,৬,৮ ট্রাইহাইডোক্সিপিউরিন; ২,৩,৬ট্রাইওক্সোপিউরিন;
| |
বৈশিষ্ট্য | |
C5H4N4O3 | |
আণবিক ভর | ১৬৮.১১ g·mol−১ |
বর্ণ | সাদা স্ফটিক |
গলনাঙ্ক | ৩০০ °সে (৫৭২ °ফা; ৫৭৩ K) |
6 mg/100 mL (at 20 °C) | |
লগ পি | −1.107 |
অম্লতা (pKa) | 5.6 |
Basicity (pKb) | 8.4 |
−৬.৬২×১০−৫ cm3 mol−1 | |
তাপ রসায়নবিদ্যা | |
তাপ ধারকত্ব, C | 166.15 J K−1 mol−1 (at 24.0 °C) |
স্ট্যন্ডার্ড মোলার এন্ট্রোফি এস |
173.2 J K−1 mol−1 |
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
−619.69 to −617.93 kJ mol−1 |
দহনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔcH |
−1921.2 to −1919.56 kJ mol−1 |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
তথ্যছক তথ্যসূত্র | |
ইউরিক অ্যাসিড হলো কার্বন, হাইড্রোজেন নাইট্রোজেনের হেয়ারোসাইক্লিক যৌগ যার রাসায়নিক সংকেত C5H4N4O3। এটি আয়ন ও লবণ তৈরি করে যা ইউরেট ও অ্যাসিড ইউরেট নামে পরিচিত, যেমন-অ্যামোনিয়াম অ্যাসিড ইউরেট। ইউরিক অ্যাসিড হলো পিউরিন নিওক্লিওটাইডের বিপাকীয় ভাঙ্গনের ফলে তৈরি দ্রব্য এবং এটি মূত্রের এক্টি সাধারণ উপাদান।ইউরিক অ্যাসিডের উচ্চ রক্তপ্রবাহ গেঁটেবাঁতের দিকে ধাবিত করে এছাড়া এটি ডায়বেটিস ও অ্যামোনিয়াম অ্যাসিড ইউরেট কিডনি পাথর তৈরির মত শারীরিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত।
রসায়ন
[সম্পাদনা]সুয়েডীয় রসায়নবিদ কার্ল ভিলহেল্ম শেলে ১৭৭৬ সালে কিডনির পাথর থেকে প্রথম ইউরিক অ্যাসিড পৃথক করেন।[১] ১৮৮২ সালে ইভান হরবাচেভস্কি ইউরিয়াকে গ্লাইসিনের সাথে গলিয়ে প্রথম ইউরিক অ্যাসিড সংশ্লেষণ করেন।[২]
ইউরিক অ্যাসিড ল্যাকটাম-ল্যাকটিম টটোমারিতা প্রদর্শন করে।(মাঝে মাঝে অবশ্য কিটো-এনোল টটোমারিতা হিসেবে বর্ণনা করা হয়) ইউরিক অ্যাসিড হল একটি ডিপ্রোটিক অ্যাসিড যার অম্লত্ব ধ্রুবক pKa1 = ৫.৪ এবং pKa2 = ১০.৩[৩]।
pKa1 |
||||
ল্যাকটাম অবস্থা | ল্যাকটিম অবস্থা | ইউরেট আয়ন |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Scheele, C. W. (১৭৭৬)। "Examen Chemicum Calculi Urinari" [A chemical examiniation of kidney stones]। Opuscula। 2: 73।
- ↑ Horbaczewski, Johann (১৮৮২)। "Synthese der Harnsäure" [Synthesis of uric acid]। Monatshefte für Chemie und Verwandte Teile Anderer Wissenschaften। 3: 796–797। ডিওআই:10.1007/BF01516847।
- ↑ McCrudden, Francis H. (২০০৮)। Uric Acid। BiblioBazaar। আইএসবিএন 978-0554619910।