ইউমসেম মাতে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইউমসেম মাতে ভারতের অরুণাচল প্রদেশের তিরাপ জেলার একজন রাজনীতিবিদ। তিনি তিরপ জেলার খোনসা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে অরুনাচল প্রাদেশিক পরিষদের সদস্য। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য। তিনি ওল্লো কমিউনিটি থেকে প্রথম স্নাতক (বিএ) পাশ।

২০০৯ সালে আইএনসি (ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস) থেকে সংসদীয় সম্পাদক পদে ৫৬ তম খোনসা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত; মহিলা ও সমাজকল্যাণ বিভাগ, সামাজিক ন্যায়বিচার ও উপজাতি বিষয়ক বিভাগ, এবং ডিওটিসিএল (তিরাপ, চাংলং এবং লংডিং বিভাগ)

সম্প্রতি, ২০১৫ সালে ইউমসেম মাতে বিজেপিতে (ভারত জনতা পার্টি) যোগদান করেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Members of Legislative Assembly Arunachal Pradesh"। ১৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২১