ইউনিভার্সাম (ভবন)

স্থানাঙ্ক: ৬৩°৪৯′১১″ উত্তর ২০°১৮′২০″ পূর্ব / ৬৩.৮১৯৭২° উত্তর ২০.৩০৫৫৬° পূর্ব / 63.81972; 20.30556
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউনিভার্সাম
ইউনিভার্সাম
ইউনিভার্সামের প্রবেশদ্বার
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থানউমিয়া, সুইডেন
নির্মাণকাজের আরম্ভ১৯৭০
নির্মাণকাজের সমাপ্তি১৯৯৬-৯৭

ইউনিভার্সাম সুইডেনের উমিয়া শহরে অবস্থিত উমিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন। এটি অলা নোর্ডিকা অডিটোরিয়াম,[১] ছাত্র ইউনিয়নের অফিস, একটি খাবারঘর, একটি ক্যাফেটেরিয়া এবং পাঠ্যস্থান ধারণ করে। সরকারি সংস্থা আকাদেমিস্কা হাস এই ভবনটির মালিকানা লাভ করে।

১৯৭০ সালে ভবনটির প্রথম কাজ শেষ হয়েছিল। অডিটোরিয়ামের প্রসারণ আর্কিনোভা স্থাপত্যবিদ কর্তৃক সম্পাদিত হয় এবং ১৯৯৬-৯৭ সালের দিকে নির্মিত হয়।[২] ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে ইউনিভার্সাম একটি বড় ধরনের সংস্কারের পর এটিকে আবারও পু্নরায় উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Webbsite for Aula Nordica"। ৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৪ 
  2. "Arkitekter's webbsite"। ৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৪