বিষয়বস্তুতে চলুন

ইউনিফর্ম রিসোর্স লোকেটর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল (URL) বা ওয়েব ঠিকানা[] ইন্টারনেটের মাধ্যমে কোন বিশেষ ওয়েবসাইটে পৌঁছনোর জন্য ব্যবহৃত একটি বিশেষ কোড। ইউআরএল হল ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ারের একটি বিশেষ ধরন,[] যদিও বেশিরভাগ মানুষ এই দুটি পরিভাষাকে একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহার করে থাকেন।[][] ইউআরএল মূলত রেফারেন্স ওয়েব পাতা (এইচটিটিপি) হিসেবে কাজ করে, কিন্তু এটি ফাইল স্থানান্তর (এফটিপি), ইমেইল (মাইলটু), ডেটাবেজ এক্সেস (জেডিবিসি) ও অন্যান্য কাজ হিসেবেও ব্যবহৃত হয়।

ইউআরএল এ কখনো স্পেস ( ) থাকে না তবে স্ল্যাশ ( / ) ব্যবহার হয়।[] বেশিরভাগ ওয়েব ব্রাউজারে ইউআরএল ওয়েব ঠিকানার উপরের পাতায় অ্যাড্রেস বারে প্রদর্শিত হয়। একটি সাধারণ ইউআরএল http://www.example.com/index.html এই রূপে হতে পারে, যা দিয়ে একটি প্রটোকল (http), একটি হোস্ট নাম (www.example.com), ও একটি ফাইল নাম (index.html) নির্দেশ করে।

পাদটীকা

[সম্পাদনা]
  1. A URL implies the means to access an indicated resource and is denoted by a protocol or an access mechanism, which is not true of every URI.[][] Thus http://www.example.com is a URL, while www.example.com is not.[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. W3C (2009).
  2. RFC 3986 (2005).
  3. Joint W3C/IETF URI Planning Interest Group (2002).
  4. RFC 2396 (1998).
  5. Miessler, Daniel। "The Difference Between URLs and URIs" 
  6. স্ল্যাশ ( / ) ব্যবহার হয়।, ইউআরএল এ কখনো। "ইউ আর এল (URL)"বালুচর ব্লগ। ১৩ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]