ইউকে র‍্যাপিড টেস্ট কনসোর্টি‌য়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইউকে র‍্যাপিড টেস্ট কনসোর্টিয়াম (সংক্ষেপে ইউকে-আরটিসি) হলো যুক্তরাজ্যে কোভিড-১৯-এর পার্শ্বিক প্রবাহ ত্বরিত পরীক্ষা পরিচালনার জন্য গঠিত একটি শিল্পগোষ্ঠী। ত্বরিত পরীক্ষা (র‍্যাপিড টেস্ট) প্রযুক্তি হলো কোভিড-১৯-এর এক ধরনের নিশ্চায়ক পরীক্ষা। বিদ্যমান পিসিআর প্রভৃতি প্রযুক্তির চেয়ে বেশি সুবিধাজনক কোভিড-১৯ পরীক্ষার প্রযুক্তি উদ্ভাবনে যুক্তরাজ্য সরকারের বিনিয়োগের ফলে মূলত এই প্রযুক্তি উদ্ভাবিত হয়। অ্যাবিংডন হেলথ, বিবিআই সলিউশনস, সিআইজিএ হেলথকেয়ার, ওমেগা ডায়াগনস্টিকসঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর সদস্য।[১][২]

২০২০ সালে কনসোর্টিয়াম যুক্তরাজ্য সরকারের দ্রুত পরীক্ষণ দ্রবণের চাহিদা পূরণের জন্য এবিসি-১৯ দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা উদ্ভাবন করে।[২] ২০২০ সালেএ অক্টোবরে সরকার কনসোর্টিয়ামের ১ মিলিয়ন দ্রুত পরীক্ষণ কিটের ক্রয়াদেশ দেয়।[৩]

বিতরণ[সম্পাদনা]

সিআইজিএ হেলথকেয়ার এর মজুদ ও বিতরণের দায়িত্বে রয়েছে। সম্প্রতি এফডিএর অনুমোদন পাওয়ার পর এটি বিতরণের অনুমতিও পেয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "rapidmicrobiology UK Begin At-Home COVID-19 Antibody Testing Programme"www.rapidmicrobiology.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২০ 
  2. "Industry responds to call to arms to build British diagnostics industry at scale"GOV.UK (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২০ 
  3. "Government invests in UK-developed antibody tests from UK Rapid Test Consortium"GOV.UK (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২০ 
  4. "Yorkshire developed Covid-19 test approved for use in North America" (ইংরেজি ভাষায়)।