আহসান হাবিব খান
আহসান হাবিব খান | |
|---|---|
| বাংলাদেশের নির্বাচন কমিশনার | |
| কাজের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি ২০২২ – ৫ সেপ্টেম্বর ২০২৪ | |
| রাষ্ট্রপতি | আব্দুল হামিদ |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জাতীয়তা | বাংলাদেশী |
আহসান হাবিব খান একজন বাংলাদেশী অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং বাংলাদেশের চারজন নির্বাচন কমিশনারের একজন ছিলেন।[১][২] সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]খান ২০১৩ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।[২] তার সামরিক কর্মজীবনে, তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত, খান বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের ভাইস-চেয়ারপারসন ছিলেন।[৩][৪][৫] তার শাসনামলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অবৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করে।[৬]
বাংলাদেশ তরিকত ফেডারেশন নির্বাচন কমিশনের জন্য বাছাই কমিটিতে তার নাম প্রস্তাব করে।[৭] ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি, খান নির্বাচন কমিশনার নিযুক্ত হন।[৮]
তিনি ০২ জানুয়ারী ২০০৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৭ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পোরেশনের (বিএনসিসি) মহাপরিচালক (ডিজি) হিসাবেও দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসির পদত্যাগ"। প্রথম আলো। ৫ সেপ্টেম্বর ২০২৪।
- 1 2 3 "Kazi Habibul Awal, a law professor and former secretary, is the new chief of Election Commission"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "BTRC hands over licence to Robi | Independent"। m.theindependentbd.com। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "BTRC gets new vice-chairman"। banglanews24.com। ২৭ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ Staff Correspondent (২৭ ফেব্রুয়ারি ২০২২)। "Kazi Awal at the EC helm"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "BTRC cracks down on illegally imported mobile phone sets"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ Bhattacharjee, Partha Pratim (১৩ ফেব্রুয়ারি ২০২২)। "What is up Tariqat's sleeve this time?"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "President forms EC with ex-senior secretary Habibul Awal as CEC"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।