আশ্রয়ের অধিকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৯ সালে মূল দেশ অনুসারে আশ্রয় প্রার্থীরা।
  ৪০,০০০ আশ্রয় প্রার্থী
  ৩০,০০০ আশ্রয় প্রার্থী
  ২০,০০০ আশ্রয় প্রার্থী
  ১০,০০০ আশ্রয় প্রার্থী
  <১০,০০০ আশ্রয় প্রার্থী (অথবা কোন তথ্য নেই)
ইয়র্কশায়ারের ইস্ট রাইডিংয়ে বেভারলির সেন্ট জন এর অভয়ারণ্যের জন্য চারটি মধ্যযুগীয় পাথরের সীমানা চিহ্নিতকারীর একটি অবশেষ।
নোত্র্‌ দাম দ্য পারি (ফ্রান্স) এর একটি দরজায় অভয়ারণ্য রিং।
সেন্ট জর্জেনবার্গ, টাইরোলে মধ্যযুগীয় সীমানা চিহ্নিতকারী।
সেন্ট মেরি ম্যাগডালিন চ্যাপেল, ডিঙ্গলি, মাল্টাতে ফলক, ইঙ্গিত করে যে চ্যাপেলটি ধর্মীয় অনাক্রম্যতা উপভোগ করেনি

আশ্রয়ের অধিকার বা রাইট অফ অ্যাসাইলাম হচ্ছে অন্য দেশে আশ্রয় গ্রহণকারী রাজনৈতিক শরণার্থী। মানে কোনো দেশে যদি আপনার জীবন হুমকির মুখে থাকে বা আপনাকে রাজনৈতিক কারণে যদি আপনার জীবননাশের আশংকা থাকে তাহলে এর প্রমাণ সাবমিট করে বিদেশের অনেক দেশে অ্যাসাইলাম ভিসা নেওয়া যায়। এই ভিসা নিয়ে যেকেউ সেই দেশে স্থায়ী এবং বৈধভাবে বসবাস করতে পারবেন। তবে এটা পাওয়া খুব সহজ নয়। আপনার জীবন যে সেই দেশে ঝুঁকিপূর্ণ তা প্রমাণ করতে হবে।