আল মুআল্লা জেলা
অবয়ব
আল মুআল্লা জেলা مُدِيْرِيَّة ٱلْمُعَلَّا আল মুআল্লা জেলা | |
---|---|
জেলা | |
ইয়েমেন | |
স্থানাঙ্ক: ১২°৪৭′২২.৮৫″ উত্তর ৪৫°০′২৩.২১″ পূর্ব / ১২.৭৮৯৬৮০৬° উত্তর ৪৫.০০৬৪৪৭২° পূর্ব | |
দেশ | ইয়েমেন |
গভর্নরেট | এডেন |
জনসংখ্যা (২০০৩)[১] | |
• মোট | ৪৯,৮৯১ |
সময় অঞ্চল | ইয়েমেনি সময় (ইউটিসি+৩) |
আল-মুআল্লা জেলা (আরবি: ٱلْمُعَلَّا) অথবা আল-মা'আল্লা (ٱلْمَعَلَّا) হলো ইয়েমেনের এডেন গভর্নরেটের একটি জেলা। ২০০৩ সালের আদমশুমারী হিসাবে এ জেলার জনসংখ্যা ৪৯৮৯১ জন ছিল।[১]
ইতিহাস
[সম্পাদনা]মুয়াল্লার পূর্ব ইতিহাস হলো, ধউ বিল্ডিংয়ের সাথে জড়িত। ঊনবিংশ শতাব্দীর পরে মুয়াল্লায় পালতোলা জাহাজ ও ছোট বাষ্পবাহী জাহাজের জন্য একটি বন্দর গড়ে ওঠে। ফুটপাথের ধারে অনেক পণ্যের দোকান তৈরি করা হয়। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের গোড়ার দিকে ঔপনিবেশিক ব্রিটেনের দ্বারা শহরের চেহারা সম্পূর্ণ পাল্টে যায়। এ সময় একটি বিশাল সমুদ্র এলাকা তৈরি করা হয়। ব্রিটিশ সৈন্যদের পরিবারগুলিকে সরানোর জন্য আধুনিক ভবনগুলির সাথে দীর্ঘতম রাস্তা তৈরি করা হয়।
জনসংখ্যা
[সম্পাদনা]২০০৪ সালে এর জনসংখ্যা প্রায় ৬৯৮৪২ জন ছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Districts of Yemen"। Statoids। ২৯ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১০।