আল মানসুরা জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল মানসুরা জেলা
مديرية المنصورة
জেলা
দেশ ইয়েমেন
গভর্নরেটএডেন
জনসংখ্যা (২০০৩)
 • মোট১,১৪,৯৩১
সময় অঞ্চলইয়েমেনি সময় (ইউটিসি+৩)

আল মানসুরা (আরবি: المنصورة, আল-মানসুরাহ) হল ইয়েমেনের এডেন গভর্নরেটের একটি জেলা, ২০০৩ সালের আদমশুমারি অনুসারে এ জেলার জনসংখ্যা ১১৪৯৩১ জন ছিল।[১]

ইতিহাস[সম্পাদনা]

১০৬২ সালে এডেন আইন সভার একটি প্রস্তাবের ভিত্তিতে জেলার নামকরণ আল মানসুরা করা হয়। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং ব্রিটিশ সামরিক ঘাঁটি সম্প্রসারণের ফলে ১৯৫৫ এবং ১৯৬২ সালে এডেনের উপনিবেশে তীব্র আবাসন সংকট দেখা দেয়।

মনসুরা কারাগার[সম্পাদনা]

গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে একটি হল মানসুরা কারাগার। এডেনের ঔপনিবেশিক সরকার ১৯৬২-১৯৬৩ সালে এটা নির্মাণ করে। এ কারাগারটি মুক্তিবাহিনী, রাজনৈতিক সশস্ত্র বিপ্লবী ও পক্ষপাতীদের আটকে রাখার ব্যাবহার হত। বর্তমানে ইয়েমেনি কেন্দ্রীয় নিরাপত্তা এ কারাগারে রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Districts of Yemen"। Statoids। ২৯ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০১০