আল কুবা আল জাবিয়া স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল কুবা আল জাবিয়া স্টেডিয়াম
ملعب القوة الجوية
মানচিত্র
পূর্ণ নামআল কুবা আল জাবিয়া স্টেডিয়াম
অবস্থানবাগদাদ, ইরাক
মালিকআল কুবা আল জাবিয়া
ধারণক্ষমতা১০০০০
নির্মাণ
পুনঃসংস্কার২০০৩-২০০৪
সম্প্রসারণ২০০৫
ভাড়াটে
আল কুবা আল জাবিয়া

আল কুবা আল জাবিয়া স্টেডিয়াম (আরবি: ملعب القوة الجوية) ইরাকের বাগদাদ শহরে অবস্থিত একটি স্টেডিয়াম যেখানে বিভিন্ন ধরনের খেলার সুব্যাবস্থা আছে। তবে বর্তমানে এই স্টেডিয়ামে ফুটবল বেশি খেলা হয়। প্রায় ১৫ হাজার দর্শক এখানে বসে খেলা দেখতে পারেন। বর্তমানে স্টেডিয়ামটি আল কুবা আল জাবিয়া দলের হোম-ভেণ্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]