আলুলা
আলুলা বা বাস্টার্ড উইং বলতে কয়েক প্রজাতির আধুনিক (এবং বিলুপ্ত) পাখির ডানার অন্তঃস্থ অভিক্ষেপ আকারের অতিরিক্ত আরেকটি ছোট ডানাকে বোঝায়। আলুলা শব্দটি লাতিন আর এর অর্থ হচ্ছে ক্ষুদে ডানা। মূলত লাতিন ala (ডানা) শব্দটির অপভ্রংশ হল আলুলা। প্রজাতিভেদে এটি তিন থেকে পাঁচটি পালক নিয়ে গঠিত। আলুলার পালকগুলোর সন্নিবেশ অনেকটা মূল ডানার মতোই; মূল ডানায় যেমন পালকগুলো অর্ধবৃত্তাকারে সন্নিবেশিত থাকে, আলুলার ক্ষেত্রেও পালকগুলো অর্ধবৃত্তাকারে থাকে।
কার্যকারিতা
[সম্পাদনা]ওড়ার গতি নিয়ন্ত্রণের কাজে আলুলা ব্যবহৃত হয়। বেশিরভাগক্ষেত্রে গতি রোধ করার জন্য বা অবতরণের জন্য আলুলা ব্যবহৃত হয়। এক্ষেত্রে ডানার বিপরীতে আলুলা মেলে ধরে পাখিরা তাদের গতি নিয়ন্ত্রণ করে। আবার ওড়ার সময় ডানার তুলনায় আলুলা ঈষৎ বাঁকা করে ওড়াকে সহজ ও মসৃণ করা যায়। এর কাজ অনেকটা উড়োজাহাজের স্লেটের মত।[১] সরাসরি ঝাঁপ দেওয়ার সময় আলুলা ডানার সাথে গুটিয়ে রাখা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ehrlich এবং অন্যান্য 1994, পৃ. 219
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Ehrlich, Paul R; Dobkin, David S.; Wheye, Darryl; Pimms, Stuart L. (১৯৯৪), The Birdwatcher's Handbook, Oxford University Press, আইএসবিএন 0-19-858407-5
- Sanz, J. L.; Chiappe, L. M.; Pérez-Moreno, B. P.; Buscalioni, A. D.; Moratalla, J. J.; Ortega, F.; Poyato-Ariza, F. J. (১৯৯৬-০৮-০১), "An Early Cretaceous bird from Spain and its implications for the evolution of avian flight", Nature, 382 (6590): 442–445, ডিওআই:10.1038/382442a0
- Zhang, Fucheng; Zhou, Zhonghe (৮ ডিসেম্বর ২০০০), "A Primitive Enantiornithine Bird and the Origin of Feathers", Science, 290 (5498): 1955–1959, ডিওআই:10.1126/science.290.5498.1955, পিএমআইডি 11110660