বিষয়বস্তুতে চলুন

আলী কায়সার হাসান মোর্শেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলী কায়সার হাসান মোর্শেদ
বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
অক্টোবর ১৯৭৬ – এপ্রিল ১৯৭৯
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু২৩ নভেম্বর ২০২৩(২০২৩-১১-২৩)
ঢাকা, বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থী

আলী কায়সার হাসান মোর্শেদ (মৃত্যু ২৩ নভেম্বর ২০২৩) ছিলেন একজন বাংলাদেশী কূটনীতিক। তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] তিনি এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ছিলেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলী কায়সার হাসান মোর্শেদ কেজি মোর্শেদ ও জুলেখা মোর্শেদের ঘরে জন্ম নেন।[] তিনি ১৯৫৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৫৮ সালে হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

মোর্শেদ ১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসের ফরেন সার্ভিস শাখায় যোগদান করেন।[]

১৯৭০ সালে, মোর্শেদ অস্ট্রেলিয়ায় পাকিস্তান দূতাবাসের কাউন্সিলর ছিলেন।[]

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর, মোর্শেদ ১৯৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।[] তিনি জুলাই ১৯৭২ থেকে অক্টোবর ১৯৭৬ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপমহাদেশ বিষয়ক মহাপরিচালক ছিলেন।[][] তিনি ১৯৭৬ সালের অক্টোবর থেকে ১৯৭৯ সালের এপ্রিল পর্যন্ত ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।[]

মে ১৯৭৯ থেকে জুলাই ১৯৮২ পর্যন্ত মোর্শেদ পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।[] ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি জেনেভায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।[] ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন।[] ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আবারও দায়িত্ব পালন করেন।[]

মোর্শেদ ২৫ জুন ১৯৮৯ থেকে ২১ অক্টোবর ১৯৮৯ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন।[] অবসর গ্রহণের পর, ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান হিসেবে কাজ করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আলী কায়সার হাসান মোর্শেদ সুরাইয়া মোর্শেদকে বিয়ে করেন।[] তাদের মেয়ে লামিয়া মোর্শেদ মুহাম্মদ ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক।[]

মৃত্যু

[সম্পাদনা]

আলী কায়সার হাসান মোর্শেদ ২৩ নভেম্বর ২০২৩ তারিখে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সেন, অমর্ত্য (২০২৩-১২-০৩)। "Amartya Sen's tribute to Ali Kaiser Hasan Morshed"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৪ 
  2. পররাষ্ট্র বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস হাউস কমিটি (১৯৯৪)। South Asia Policy: Roundtable Before the Committee on Foreign Affairs and Its Subcommittee on Asia and the Pacific, House of Representatives, One Hundred Third Congress, Second Session, September 21, 1994 (ইংরেজি ভাষায়)। মার্কিন সরকারের মুদ্রণ অফিস। পৃষ্ঠা ১০৬। আইএসবিএন 978-0-16-046238-2 
  3. "Kaiser Morshed passes away"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৪ 
  4. "Ambassador Kaiser Morshed passes away"ঢাকা কুরিয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৪ 
  5. Diplomatic List (ইংরেজি ভাষায়)। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক বিভাগ। ১৯৭০। পৃষ্ঠা ৫৯। 
  6. Bangladesh (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ দূতাবাস। ১৯৭৪। পৃষ্ঠা ৪। 
  7. প্রতিবেদক, নিজস্ব (১৯ সেপ্টেম্বর ২০১৪)। "সুরাইয়া মোর্শেদের কুলখানি আজ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪ 
  8. "'আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে কায়সার মোর্শেদের অবদান তাকে স্মরণীয় করে রাখবে'"দ্য ডেইলি স্টার। ২৫ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪ 
  9. প্রতিবেদক, নিজস্ব (২৫ নভেম্বর ২০২৩)। "সাবেক পররাষ্ট্রসচিব কায়সার মোরশেদর মৃত্যু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪