ইউনূস সেন্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউনূস সেন্টার
গঠিত২০০৬
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
ওয়েবসাইটwww.yunuscentre.org
ইউনূস সেন্টারটি ঢাকার মিরপুর থানায় গ্রামীণ ব্যাংক ভবনে অবস্থিত

ইউনূস সেন্টার, ঢাকায় অবস্থিত। বাংলাদেশের সামাজিক ব্যবসা সম্পর্কিত বিষয়গুলির জন্য একটি থিঙ্ক ট্যাঙ্ক। এটি দারিদ্র্য বিমোচন ও স্থায়িত্বের ক্ষেত্রে কাজ করে। এটি 'প্রাথমিকভাবে প্রফেসর ইউনূসের দর্শনের প্রচার ও প্রসারের লক্ষ্যে, সামাজিক ব্যবসার উপর বিশেষ মনোযোগ দিয়ে থাকে।[১] বর্তমানে সভাপতিত্ব করছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর নির্বাহী পরিচালক মিসেস লামিয়া মোর্শেদ।

ইতিহাস[সম্পাদনা]

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর পরে এবং গ্রামীণ ব্যাংক অক্টোবর ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। অধ্যাপক ড. ইউনূসের অধীনে 'ইউনূস সচিবালয়' গঠিত হয়। প্রথম থেকেই ইউনূস সচিবালয়ের উদ্দেশ্য ছিল প্রফেসর ড. ইউনূসের সামাজিক ব্যবসার দর্শন প্রচার করা এবং সামাজিক ব্যবসায় আগ্রহী সকলের জন্য একটি ওয়ান-স্টপ রিসোর্স সেন্টার হিসেবে কাজ করা।[২]

জুলাই ২০০৮ সালে, এটির নামকরণ করা হয় ইউনুস সেন্টার। নতুন সামাজিক ব্যবসার বিকাশ করা, সামাজিক ব্যবসা স্টার্ট আপগুলিকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা এবং এই বিষয়ে আগ্রহী যে কারো সাথে যোগাযোগ অব্যাহত রাখা। তারা সামাজিক ব্যবসার ক্ষেত্রে নতুন উন্নয়নের উপর একটি ত্রৈমাসিক নিউজলেটার প্রকাশ করে।[৩]

কার্যক্রম[সম্পাদনা]

  • দারিদ্রমুক্ত বিশ্ব অভিযান করা

ইউনূস সেন্টার বাংলাদেশ এবং সারা বিশ্বে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রচারে কাজ করে এবং বিশেষ করে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • গবেষণা এবং প্রকাশনা

প্রফেসর ড. ইউনূস সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ বিষয়ে ধারণা ও দর্শনের প্রচার করে।

  • সামাজিক ব্যবসা

বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার তথ্যের প্রাথমিক উৎস হিসাবে কাজ করা এবং স্টার্ট-আপগুলিকে পরামর্শ পরিষেবা প্রদান করা। এর নতুন উদ্যোক্তা প্রকল্প ২০১৪ সালে ৩৮৫টি প্রকল্পে অর্থায়ন করেছে।

  • গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট

২০০৯ সালে ইউনুস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব দ্বারা এটি স্থাপিত হয়। গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট, বিশ্বব্যাপী জর্জরিত গুরুত্বপূর্ণ সমস্যাগুলির কার্যকর সমাধানের জন্য আলোচনা করা, কর্ম সম্পাদন করা এবং সহযোগিতাকে উৎসাহিত করে। এটি বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।[৪]

  • একাডেমিক প্রোগ্রাম

সামাজিক ব্যবসায় ক্লাসের জন্য পাঠ্যক্রম তৈরি করা। অন্যান্যগুলির মধ্যে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এইচইসি (প্যারিস), এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (ব্যাংকক), বোকোনি ইউনিভার্সিটি (মিলান) ম্যাকগিল ইউনিভার্সিটি (মন্ট্রিল), গ্লাসগো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স এবং ইউনিভার্সিটি অফ সালফোর্ডের সাথে বর্তমান অংশীদারত্ব বিদ্যমান আছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]