আলাপ:শীতলা চৌকিয়া ধাম মন্দির

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাক্য গঠনে সমস্যা, যান্ত্রিক[সম্পাদনা]

@Prince ovy: এই লাইনগুলি পড়ে অর্থ বের করতে পারলাম না:

  • " কিন্তু ভরদের বিপদের পরিপ্রেক্ষিতে, এই সিদ্ধান্তে পৌঁছানো আরও যুক্তিসঙ্গত বলে মনে হয় যে এই মন্দিরটি নির্মিত হয়েছিল ভরস। ভররা ছিল অনার্য। অ-আর্মিদের মধ্যে শিব ও শক্তির পূজা প্রচলিত ছিল। ক্ষমতায় অনুষ্ঠিত জৌনপুরের। প্রথমে, দেবীকে অবশ্যই একটি প্রশংসিত 'চৌকিয়া' তে স্থাপন করা হয়েছিল" -- বাক্যগঠন ঠিক নেই
  • "একটি দৈত্য নামে , জ্বরের দৈত্য, এই ধরনের কলেরা, আমাশয়, হাম, গুটিবসন্তের ইত্যাদি শৈশব বন্ধুদের কাছে দুরারোগ্য রোগ, ছড়িয়ে শুরু হয় রোগ ব্যাধি ........... " -- পুরো অনুচ্ছেদে সমস্যা, কোথাও বাক্যগঠন ঠিক নেই, কোথাও যান্ত্রিক যে অর্থ বুঝা যায় না, কোথাও অতীত কালের বাক্য ব্যবহৃত, কোথাও বর্তমান কালের বাক্য।

ঠিক করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৬, ১৭ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: মাফ করবেন, নিবন্ধন টি এখনো সম্পূর্ণ করার পূর্বে আপনি নোটিশ দিয়েছেন।আমি পরবর্তী সময়ে কাজ করতে চেয়েছিলাম কারণ ঐ সময়ে আমি ক্লান্ত বোধ করছিলাম।Prince ovy (আলাপ) ০৪:০০, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Prince ovy: এখন বা যখন সময় পান, ঠিক করে ফেলুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]