বিষয়বস্তুতে চলুন

আলাপ:লালকৃষ্ণ আদভানি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Arabi Abrar কর্তৃক ২ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

ভালো হয়েছে

[সম্পাদনা]

@بطل غير معروف: প্রথমে শুভেচ্ছা, নিবন্ধটির অনুবাদ বেশ ভালো হয়েছে।

তবে মাঝে মধ্যে কিছু লাইনে ত্রুটি দেখতে পাচ্ছি। যেমন "আরএসএসের সহযোগিতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯৫১ সালে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, জনসংঘ নামে পরিচিত এক জন ভারতীয় সংঘের সদস্য হন আদভানি।" এই লাইনটা অন্যভাবে সাজিয়ে লিখলে বোধহয় ভালো হত। আমি আপনাকে এই নিবন্ধ আরেকবার পড়ে এই রকম ত্রুটিগুলি খুঁজে ঠিক করতে অনুরোধ করছি।

তারপর আমাকে একটু জানিয়েন। আমি আবার পড়ে দেখব ও কোন সমস্যা থাকলে ঠিক করে দিব।

কাজ ভালো হচ্ছে, চালিয়ে যান। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৭, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমি জানি আদবানি বানানে ও প্রচুর ভুল হয়েছে। আমি এগুলো অবশ্যই দ্রুত্তার সাথে সংশোধন করব। ধন্যবাদ। আপনার পপরামর্শের জন্য। بطل غير معروف (আলাপ) ১৮:১০, ২১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@بطل غير معروف: ভাই আপনার সংশোধনের অপেক্ষায় রইলাম। ফালাই রাইখেন না, এটা পরিপাটি করে তারপর আরেকটা ধরিয়েন।--আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫২, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@بطل غير معروف: ধন্যবাদ ভাই। তবে আমি মূলত বানান ভুলের কথা বলিনি। বাক্যগঠন ভুলের কথা বলেছিলাম। কিছু বাক্য বুঝা যাচ্ছে না, ঠিক করা দরকার। যেমন:
  • ১৯৫১ সালে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, জনসংঘ নামে পরিচিত। ভারতীয় সংঘের সদস্য হন আদভানি। (বাক্য সাজানো ঠিক হয়নি)
  • ক্ষমতায় আসার সময়টি আরএসএসের সমর্থনে বৃদ্ধি পেয়েছিল, এটি ১৯৮০ এর দশকের গোড়ার দিকে সাম্প্রদায়িক সহিংসতার এক তরঙ্গ দ্বারা চিহ্নিত ছিল। (অনুবাদ ভুল)
  • রথের মতো দেখতে সাজানো শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যানে যাত্রা করা এই রথযাত্রা গুজরাটের সোমনাথ থেকে শুরু হয়ে উত্তর ভারতের এক বিরাট অংশ জুড়েছিল যতক্ষণ না বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এই স্থানে থামিয়ে দিয়েছিলেন এবং বলেছিল এটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে পরিচালিত করেছিল। (বাক্য সাজানো ঠিক হয়নি)
এই রকম আরও অনেক বাক্য আছে। এই কারণে আমি আপনাকে এই নিবন্ধ আরেকবার পড়ে এই রকম বাক্যগঠন ত্রুটিগুলি খুঁজে ঠিক করতে অনুরোধ করছিলাম।--আফতাবুজ্জামান (আলাপ) ২১:১৪, ২৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম

[সম্পাদনা]

ওনার নামের বানান বাংলা গণমাধ্যম আর হিন্দিতে লালকৃষ্ণ একত্রে লেখা হয় দেখছি। @আফতাব ভাই একটু চেক করবেন। -- আবরার‌ ২১:১৪, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Arabi Abrar, করা যায়। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৫, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এই নামে এরমধ্যেই একটি পুননির্দেশনা থাকায় স্থানান্তর করতে পারছি না। -- আবরার‌ ০৯:৩৪, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
পেরেছি। -- আবরার‌ ০৯:৩৬, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন