বিষয়বস্তুতে চলুন

আলাপ:মৌসুমী নাগ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৫ বছর পূর্বে "অতীত বাক্য" অনুচ্ছেদে

অতীত বাক্য[সম্পাদনা]

@Shahidul Hasan Roman: অনুগ্রহ করে, অতীত বাক্যে করেছিলেন, জিতেছিলেন, পেয়েছিলেন, জিতেছেন ইত্যাদি করেন, জয় করেন, পান, জিতেন এভাবে লিখেন। এভাবে বাক্য শুনতে সুন্দর লাগে। হ্যাঁ, বাক্য অনুসারে যেখানে করেছিলেন, জিতেছিলেন ইত্যাদি দিলে শুনতে সুন্দর লাগে সেখানে তাই দেয়া উচিত। যেমন, এই নিবন্ধে "তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন" (করেছেন) বাক্যের সাথে শুনতে সুন্দর লাগে। কিন্তু অন্য বাক্য "বিয়ে করেছিলেন", "স্বীকৃতি পেয়েছিলেন" সুন্দর লাগে না, তার থেকে "বিয়ে করেন", "স্বীকৃতি পান" দিলে সুন্দর লাগে। অন্য নিবন্ধেও বাক্য অনুযারে এভাবে দিয়েন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৪, ৫ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন