আলাপ:বৃহত্তর বগুড়া জেলা
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ৩ মাস আগে "বৃহত্তর বগুড়া জেলা নামে কেন পাতা থাকবে না?" অনুচ্ছেদে
বৃহত্তর বগুড়া জেলা নামে কেন পাতা থাকবে না?
[সম্পাদনা]পাতা টি তৈরী করার পরও পাতা টি সরিয়ে ফেলা হয়েছে। Elias Hasan Sohag (আলাপ) ২০:১০, ৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Elias Hasan Sohag এনামে কোন জেলা আদৈ ছিল কি? থাকলে কোন সালে? বগুড়া জেলা ১৮২১ সালে গঠিত। তখন থেকেই এটা 'বগুড়া' নামেই বিভিন্ন প্রশাসনিক দলিলে উল্লিখিত 'বৃহত্তর বগুড়া' নামে কোন জেলা কখনো ঘঠিত হয়নি। অনুগ্রহ করে সময় নস্ট না করে বরং ইংরেজি নিবন্ধ থেকে বগুড়া জেলার ইতিহাস অনুবাদ করে বাংলা উইকিতে যুক্ত করুন। নিজ জেলার ইতিহাস জানা হয়ে যাবে। ~ Φαϊσάλ (২০২৪) ২১:২৮, ৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- জনাব, বৃহত্তর জেলা ১৭/১৯ টি (মতান্তরে)। বৃহত্তর পাবনা, বৃহত্তর ঢাকা এমন অনেক বৃহত্তর জেলার নামে আলাদা পেইজ আছে।
- “বৃহত্তর” বলতে কি বোঝানো হয়েছে সেটাই আগে জানা উচিত। Elias Hasan Sohag (আলাপ) ১৪:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @Elias Hasan Sohag দেখেছি। সেগুলি জেলা হিসেবে লেখা হয়নি। ভালই হলো, এধরণের অপ্রয়োজনীয় নিবন্ধগুলি ধরে ধরে মূল নিবন্ধের সাথে আত্তিকরণ করা হবে। কান টানলে মাথা আসে। ~ Φαϊσάλ (২০২৪) ০০:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)