আলাপ:দি নোয়াখালী ইউনিয়ন ব্যাংক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: D.A.HASAN কর্তৃক ১ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম[সম্পাদনা]

@D.A.HASAN, ব্যাংকের নাম কী "দি নোয়াখালী" না শুধু "নোয়াখালী"? নিবন্ধে আপনার যোগ করা ছবিতে শুধু "নোয়াখালী" দেখতে পাচ্ছি। আফতাবুজ্জামান (আলাপ) ০৬:৪৮, ২ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ব্যাংকের নাম সঠিক আছে। আপনি চেক বইয়ের ছবিটি দেখুন। তাতে দি অংশটুকু আছে। চেকবই খুব সাবধানে বিভিন্ন নিরাপত্তামুলক বৈশিষ্ট্য যুক্ত করে ছাপানো হয় তাই তাতে ভুলের অবকাশ নেই। ভুল হলে সাধারনত তা বাতিল করে ছিড়ে ফেলা হয়। কিন্তু লিফলেটটা সাধারন বিষয় তাই এর ব্যাপার আলাদা। ব্যাংক প্রতিষ্ঠার পর এগুলো ছাপাতে গিয়ে দি অংশটুকু বাদ পড়ে। পুরনো দিনে তো আর কম্পিউটার ছিল না, তাই বই-পুস্তকের বানান ভুল হলে বা কিছু বাদ পড়লে সংশোধনের তেমন উপায় ছিল না। এক্ষেত্রে ভুল ও সঠিক উভয় বিষয়গুলি উল্লেখ করে একটি কাগজ ছাপিয়ে বইয়ের সাথে বাঁধাই করা হতো। তবে লিফলেটের এই ছোট ভুলের জন্য তো এটি ছিড়ে ফেলা বা নতুন করে সঠিক নাম উল্লেখ করে কাগজ ছাপানো খরচের ব্যাপার তাই ব্যাংক এ কাজটি করেনি। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। D.A.HASAN (আলাপ) ১৪:৪৭, ২ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন