আলাপ:ডিজিটাল বাংলাদেশ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সম্পাদনা বাতিল প্রসঙ্গে[সম্পাদনা]

@NiloyBCPSC: আমি কী জানতে পারি আমার সম্পাদনা কেন বাতিল করা হল? ই-গভর্নেন্স -> ই-প্রশাসন, ই-বুক -> ই-বই, উপায় (Upay), Easy Cash -> উপায়, ইজি ক্যাশ শব্দগুলি কী সমস্যা ছিল? আপনি কী জানেন পিপীলিকা বর্তমানে বন্ধ? চিত্র:Digital Bangladsh (2).png ছবিটা সম্ভাব্য কপিরাইট যুক্ত? -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:৫২, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Sorry. আমি শুধু চিত্রটি ফিরিয়ে আনতে গিয়েছিলাম। আর চিত্রটা আমার নিজের তৈরি। -- NiloyBCPSC (আলাপ) ০২:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@NiloyBCPSC, আচ্ছা, তবে যদি প্রতীকী ছবি ব্যবহার করতেই হয়, বাংলা ছবি বানিয়ে করা উচিত। উদাহরণ। হয় একটা বাংলা ছবি দিন বা বর্তমানটি সরিয়ে নিন (এই কারণেই আমি আগেরবার সরিয়েছিলাম)। -- আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০৩, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ইংরেজি লেখা থাকলেই কিন্তু সেটা বাতিলযোগ্য হয়ে যায় না। ছবিতে মূল বিষয়বুস্তু যেন ফুটে ওঠে, সেটা যেন unique হয়, এটাই তো আসল। তাই নয় কি? -- NiloyBCPSC (আলাপ) ০৩:১০, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@NiloyBCPSC: ছবিতে মূল বিষয়বুস্তু যেন ফুটে ওঠে, সেটা যেন unique হয়, এটাই তো আসল। হ্যাঁ, এই কাজটা কী বাংলা চিত্র বানিয়ে করা সম্ভব নয়? ইংরেজিতে ছবি বানিয়ে কেন করতে হবে? -- আফতাবুজ্জামান (আলাপ) ০৩:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ভাইয়া, আমি বুঝতে পারছি। আপনিও বাঙালি, আমিও বাঙালি। আপনার বাংলা ভাষার প্রতি যেমন শ্রদ্ধা রয়েছে, আমারও তেমনি শ্রদ্ধা রয়েছে। কিন্তু একটা কথা চিন্তা করুন, বাংলা উইকিপিডিয়া বলে কি শুধু বাঙালিরাই এটি ব্যবহার করে? যদি কোনো অবাঙালি নতুন করে বাংলা ভাষা শিখতে চায় এবং এই উইকিপিডিয়ার সাহায্য নেয়, তাহলে কিন্তু দুই-একটা ইংরেজি বিষয়বস্তু বা শব্দও তাকে সাহায্য করবে। আর তাছড়া, সব ভাষার সংমিশ্রণেই তো বাংলাদেশ। আমরা আমাদের সংস্কৃতি রক্ষায় যেমন সচেতন, তেমনি অন্যদের সংস্কৃতির প্রতিও শ্রদ্ধাশীল। অন্য ভাষাও বাংলা ভাষায় অনূদিত হয়, বাংলা ভাষাও অন্যান্য ভাষায় অনূদিত হয়।
আমি কিন্তু আমার ব্যক্তিগত লাভের জন্য আপনাকে এসব বলছি না। আপনাকে শুধু আমি আপনার ভুল ধারণাটা ভাঙাতে চাইছি। কারণ ইংরেজি ভাষা ব্যবহার করা বাঙালি সংস্কৃতি বা বাংলা উইকিপিডিয়ার প্রতি কোনো অপমান নয়। আশা করব, আপনি ব্যাপারটি বুঝতে পারবেন। -- NiloyBCPSC (আলাপ) ০৫:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@NiloyBCPSC: ভাই আমি একটি ছবি নিয়ে বিশাল বিতর্ক করতে চাই না। বাংলা উইকিপিডিয়ায় বাংলা ভাষা বোঝেন এমনদের উদ্দেশ্য করে লেখা হয়। চেষ্টা করা হয় সর্বদা বাংলা সামগ্রী ব্যবহার করতে। অনুগ্রহপূর্বক এটি ব্যবহার করুন বা একটা বাংলা ছবি তৈরি করে দিন বা বর্তমানটি সরিয়ে নিন। ধন্যবাদ। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]