বিষয়বস্তুতে চলুন

আলাপ:ইসলামি সন্ত্রাসবাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৭ বছর পূর্বে "ইসলামিক সন্ত্রাসবাদের সংজ্ঞা ?" অনুচ্ছেদে

ইসলামিক সন্ত্রাসবাদের সংজ্ঞা ?

[সম্পাদনা]

@Aftabuzzaman: আশা করি ভাল আছেন । দেখলাম ইসলামিক সন্ত্রাসবাদ থেকে ইসলামি সন্ত্রাসবাদ করা হয়েছে । এটি কোন গুরত্বপুরন পরিবর্তন নয় । কিন্তু যেভাবে ইসলামিক সন্ত্রাসবাদের সংজ্ঞা দেওয়া হয়েছে তা কি আদো ইসলামিক সন্ত্রাসবাদের সংজ্ঞা ? । " ইসলামী সন্ত্রাস বলতে কোনও মুসলিম ব্যক্তি বা সংস্থা কর্তৃক ইসলামী বা ইসলামবাদী উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অনুষ্ঠিত সন্ত্রাসভিত্তিক কর্মকাণ্ডকে বোঝায় " বলতে আসলে কি বোযাচ্ছেন ? । এই সংজ্ঞা কি ইসলামিক সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে নাকি এর সঠিক ব্যাখ্যা দিচ্ছে ?

কোনও মুসলিম ব্যক্তি বা সংস্থা কর্তৃক ইসলামী বা ইসলামবাদী উদ্দেশ্য এই লাইনটির মাধ্যমে কিন্তু ইসলামিক সন্ত্রাসবাদি কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করা হচ্ছে । কাল যে তরুণটি ইসলামিক সন্ত্রাসবাদ কি এই বিষয়ে খুঁজতে গুগল থেকে এখানে আসবে সে গুলাশানের আক্রমণকারীকে ধরে নেবে ইসলামী বা ইসলামবাদী উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে কোরান ও হাদিস-এর উপর নির্ভর করে এই কাজ করেছে বলে বিশ্বাস করতে শিখবে ।

এই সংজ্ঞার মাধ্যমে জাতীর কোন উপকার করছি না এর মাধ্যমে আরো কিছু জীবনকে হয়ত ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি । আর Center for Muslim-Jewish Engagement" যে রেফারেন্সের উপর ভিত্তি করে এর সংজ্ঞা দেওয়া হয়েছে তা কি আদো ইসলামিক ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ ? । আপনি বাংলা উইকির একজন প্রসাশক । তথ্যের ক্ষুদ্র পরিবর্তন ভবিষ্যতে অনেক ব্যাপক ভূমিকা রাখতে পাড়ে ।

আপনার বিশ্বাসের দার্শনিক অবস্থা যাই থাকুক না কেন । সামাজিক দায়িত্ববোধ থেকে এই সংজ্ঞা আপনি পরিবর্তন করবেন আশা করি " ইসলামিক সন্ত্রাসবাদ হল কোন ব্যাক্তি বা গোষ্ঠী কর্তৃক সংগঠিত কোন সন্ত্রাসবাদী কর্মকাণ্ড যা ন্যায়সঙ্গত করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ইসলাম ধর্মের এর নাম ব্যাবহার করে থাকে

। --Aziz Tarak. (আলাপ) ১১:১৮, ১ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Aziz Tarak.: এটা ঠিক এখানে সংজ্ঞা সঠিক নয়। এই সংজ্ঞাটি কেমন: "ইসলামী সন্ত্রাসবাদ হল এক ধরনের ধর্মীয় সন্ত্রাসবাদ যা ধর্মের নামে বিভিন্ন নীতির উদ্দেশ্য অর্জন করতে মুসলিম মৌলবাদীদের দ্বারা চর্চা করা ধর্মীয় সন্ত্রাসবাদ।" --আফতাব (আলাপ) ২০:০৩, ১ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Aftabuzzaman: আপনার সংজ্ঞাটি সুন্দর এবং চিন্তাশীল ও যৌক্তিক । বর্তমান সময়ে তথাকথিত পসচিমি মিডিয়া আমাদের ফান্ডামেণ্টালিসম সম্পর্কে হয়ত কিছুটা ভূল ধারনা দেয় । যেমন ইসলামিক স্টেট কিন্তু কোন মৌলবাদী ইসলামিক সংঘটন নয় । ইসলামের মূল নীতিতে তাদের মত ঘ্রীন কোন কর্মকাণ্ডের স্থান নেই । টার্কিশ বর্তমান শাসক এরদোগান এর পাটি , মিসরের মুসলিম ব্রাদারহুড বাংলাদেশের আওয়ামি অলামা লিগ , হেফাজত ইসলাম কিংবা সৌদি আরবের রাজতন্ত্রকে মৌলবাদী বলা যায় । ইসলামিক মৌলবাদে সন্ত্রাসের কোন স্থান নেই । তাই আপনার দেওয়া বুদ্ধিদীপ্ত সংজ্ঞায় " ''ইসলামী সন্ত্রাসবাদ' হল এক ধরনের ধর্মীয় সন্ত্রাসবাদ যা ধর্মের নামে বিভিন্ন নীতির উদ্দেশ্য অর্জন করতে সন্ত্রাসিদের / নাশকতাকারিদের / জ্ঞনহীনদের দ্বারা চর্চা করা ধর্মীয় সন্ত্রাসবাদ।' হলে খুবই সুন্দর এবং তাৎপর্যপূর্ণ হয় ।--Aziz Tarak. (আলাপ) ২০:৫৪, ১ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সন্ত্রাসিদের / নাশকতাকারিদের / জ্ঞনহীনদের যুক্ত করা যুক্তিযুক্ত মনে হচ্ছে না। এর পরিবর্তে কোন ইসলামপন্থী ব্যক্তি বা গোষ্ঠী যোগ করা যায় কেননা ব্যক্তি বা গোষ্ঠীটি যদি ইসলামপন্থী না হতেন তাহলে তাতে কিন্তু তখন আর তাতে ইসলামী সন্ত্রাসবাদ বলা হত না। --আফতাব (আলাপ) ১৯:২৮, ২ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২০ অক্টোবর ২০২৩

[সম্পাদনা]

ইসলামি জঙ্গীবাদ বলে কোন শব্দ নায়।