আলাপ:আসমাউর রিজাল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একই বই?[সম্পাদনা]

@ফুরকান ইবন্ সা'দাদ: ভাই, এই আসমাউর রিজাল বই আর এই ar:الكمال_في_أسماء_الرجال (আল-কামাল ফি আসমা আল-রিজাল) বইটি কি এক? --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০২, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: ধন্যবাদ শ্রদ্ধেয় আফতাবুজ্জামান ভাই । আপনার উল্লেখিত " ar:الكمال_في_أسماء_الرجال (আল-কামাল ফি আসমা আল-রিজাল) "- বইটি আসমাউর রিজাল সম্পর্কিত একটি বই । প্রসিদ্ধ ও বিখ্যাত বই এটি । আর এখানে আমার শুরু করা আসমাউর রিজাল শিরুনামের নিবন্ধটি মূলত এই সম্পর্কিত কোন একটি নির্দিষ্ট বই-কে নিয়ে নয় ; বরং ইলমে হাদিস চর্চার বিভিন্ন শাখার মধ্যে উল্লেখযোগ্য এই গুরুত্বপূর্ণ শাখাটিকে নিয়ে লেখা । যা 'বর্ণনাকারীদের জীবন চরিত' সম্পর্কিত । যা হাদিস সংরক্ষণের লক্ষ্যে হাদিস-বর্ণনাকারীদেরকে যাচাই-বাছাইকরণ-প্রক্রিয়া শাস্ত্র । এর বিস্তারিত পরিচিতি, উদ্ভাবন , ইতিহাস ও ক্রমবিকাশ , এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য প্রভৃতি উপস্থাপন তুলে ধরাই আমার এ নিবন্ধের উদ্দেশ্য । ইলমে হাদিসের গুরুত্বপূর্ণ এই শাখটিকে বাংলাভাষী হাদিসবেত্তাগণ রিজাল শাস্ত্র নামে অভিহিত করে থাকেন । আর মুসলিম বিশ্বে এটি আসমাউর রিজাল বা ইলমে আসমাউর রিজাল হিসেবে সমধিক পরিচিত এবং যার বৈশ্বিক নাম হল : আসমাউর রিজাল । জনাব আফতাবুজ্জামান ভাই, আপনার এবং আপনাদের সহযোগীতায় আমি এ নিবন্ধটিকে উত্তরোত্তর আরও উন্নীত করতে আগ্রহী । ধন্যবাদ । ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ০৬:৩১, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ফুরকান ইবন্ সা'দাদ: কি সহযোগিতা চান জানাবেন। আপনার কাজ ভালো হচ্ছে। চালিয়ে যান। আফতাবুজ্জামান (আলাপ) ০৬:৪০, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ভাই, আপনার উদার অনুপ্রেরণার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি । আপনার সুস্থময় জীবন কামনায় প্রীতিময় শুভেচছা রইল । ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ১৪:০৪, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]