আলাপ:আর্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

{{সাহায্য করুন}} এই পাতায় ইংরেজি Indo-Aryan People পাতাটি পুনর্নির্দেশিত করা হয়েছে। ইন্দো-আর্য জনগোষ্ঠীর অনেকেই নিজেকে আর্য দাবি করলেও Indo-Aryan People এবং Arya দুটো ভিন্ন ধারণা। আর্য এর ধারণাটি উৎপত্তিগতভাবে ধর্মীয় ও জাতিগত, যেখানে ইন্দো-আর্য জনগোষ্ঠীর ধারণাটি ভাষাবিদ্যাগত, পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, জিনগত ও বাস্তুসংস্থানগত। Indo-Aryan People নিয়ে আমি আলাদাভাবে বাংলায় "ইন্দো-আর্য জনগোষ্ঠী" নামে একটি পাতা তৈরি করতে ইচ্ছুক। সুমিত (আলাপ) ১৮:২৮, ১১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@সুমিত রায়: করুন, পুনঃনির্দেশ ঠিক করে দেয়া যাবে। --আফতাব (আলাপ) ১৮:৩৯, ১১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ইন্দো-আর্য জনগোষ্ঠী নিবন্ধটি তৈরি করা হয়েছে। সুমিত (আলাপ) ১২:২৫, ১২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]