আলাপ:আমবাড়িয়া ইউনিয়ন, মিরপুর
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: MustafaKamal কর্তৃক ২ বছর পূর্বে "স্থানান্তর" অনুচ্ছেদে
স্থানান্তর
[সম্পাদনা]ব্যবহারকারী:MustafaKamal নিবন্ধটি মূল নাম আমবাড়ীয়া ইউনিয়ন, মিরপুর অথচ আপনি আমবাড়িয়া ইউনিয়ন, মিরপুর নামে স্থানান্তর করে ফেলফেন। সঠিক নাম এখান থেকে দেখে নিন। কি কারনে স্থানান্তর করলেন কারনটা জানতে পারি কি? — মাসুম ইবনে মুসা কথোপকথন ১৫:৫৮, ১৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
- @Masum Ibn Musa: ভাই, আমি মূলত ব্যাকরণের আলোকে শুদ্ধ বানানটা বেছে নিয়েছিলাম। আমবাড়ীয়া বানানটা ব্যাকরণের আলোকে সঠিক নয়, যদিও এমন অনেক নাম রয়েছে সেগুলো ব্যাকরণের আলোকে সঠিক না হলেও অধিক ব্যবহারের ফলে প্রচলিত হয়ে গেছে। এমনকি জাতীয় তথ্য বাতায়নেও সব ইউনিয়ন বা অন্যান্য প্রশাসনিক এলাকার নাম যে সঠিকভাবে আছে তাও নয়। তবুও যদি অধিক প্রচলনের কারণে আপনি আগের নামে ফিরিয়ে নিতে চান তাতে আমার আপত্তি নেই। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ০১:৫৫, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)