আলাপ:অরিহন্ত-শ্রেণির ডুবোজাহাজ/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: শরদিন্দু ভট্টাচার্য্য শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৭:০০, ১৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পরিবর্তন প্রয়োজন[সম্পাদনা]

  • হালনাগাদ দরকার
    • বাক্য গঠনের মান উন্নয়ন প্রয়োজন
    • শব্দ চয়ন সঠিক করা প্রয়োজন
    • সহজে বোধগম্য হওয়া প্রয়োজন
    • সাধারণ বানান সঠিক ও সর্বনাম বানান সর্বজনবিধিত হওয়া প্রয়োজন
  • এছাড়া ইংরেজি নিবন্ধের সাথে সামঞ্জস্য রেখে বর্তমান পর্যালোচনা পরবর্তী কোনো অনুচ্ছেদ যোগ করতে পারলে নিবন্ধটি আরো পূর্ণাঙ্গ হয়।

শীর্ষ পরিচ্ছেদ[সম্পাদনা]

শীর্ষ অনুচ্ছেদ দুটিতে বাক্যাংশ গঠন সুবোধ্য এবং শব্দচয়ন সঠিক করুন৷ বাক্যের কর্তাকে আদিতে আনুন এবং water-trial এর স্থানে উদকপরীক্ষণ বা জল পরীক্ষণ শব্দটি যুক্ত করে পুনরায় শব্দবিন্যাস সঠিক করুন৷

প্রথম অনুচ্ছেদের দ্বিতীয় ও তৃতীয় লাইন লক্ষ্য করুন। দ্বিতীয় অনুচ্ছেদে প্রথম লাইনের অন্তিম খণ্ডটি সংস্কার করুন এবং সঠিক শব্দচয়ন করুন। শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৬:০৬, ১৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@শরদিন্দু ভট্টাচার্য্য:, আপনার প্রস্তাব অনুযায়ী বাক্য গঠন ও শব্দচয়ন করা হল। খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:০১, ১৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

১ :: উত্তীর্ণ

ইতিহাস পরিচ্ছেদ[সম্পাদনা]

ইতিহাস পরিচ্ছেদের নাম কি ঠিক করুন, যা ইতিহস রয়েছে। প্রথম অনুচ্ছেদে প্রথম বাক্যটির যুদ্ধ বৃত্তান্ত দিয়ে শুরু করে একই সন দ্বিতীয়বার না লিখে বাক্য সংস্কার করুন।

@শরদিন্দু ভট্টাচার্য্য:, বানান ও বাক্য সংস্কার করা হল। খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:০২, ১৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

২:: উত্তীর্ণ


নিবন্ধটির ভূমিকা, ইতিহাস ও বিবরণ অনুছেদে বানান ও বাক্য গঠন সংশোধন করা হল। খাঁ শুভেন্দু (আলাপ) ১৩:০৬, ১৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@শরদিন্দু ভট্টাচার্য্য:, নিবন্ধের "উন্নয়ন", "শ্রেণির জাহাজসমূহ" ও "কালপঞ্জি" অনুছেদে বানান ও বাক্য গঠন সংশোধন করা হল। খাঁ শুভেন্দু (আলাপ) ১৯:১২, ১৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

৩:::: উত্তীর্ণ

নির্ভুল তথ্য[সম্পাদনা]

প্রদত্ত প্রতিটি তথ্যের সহিত নির্ভরযোগ্য ও ব্যবহার্য তথ্যসূত্র থাকা প্রয়োজন, অকার্যকর তথ্যসূত্র বর্জনযোগ্য৷ শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৩:৫৯, ১৯ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@শরদিন্দু ভট্টাচার্য্য:, অকার্যকর তথ্যসূত্র অপসারণ করে সঠিক তথ্যসূত্র প্রদান করা হল। খাঁ শুভেন্দু (আলাপ) ০৫:১৯, ১৯ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

৪:: উত্তীর্ণ

চিত্র[সম্পাদনা]

ব্যবহৃত প্রতিটি চিত্রের সঠিক বর্ণনা ও যথাসম্ভব চিত্র প্রদান প্রয়োজনীয়৷ শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৩:৫৯, ১৯ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@শরদিন্দু ভট্টাচার্য্য:, সঠিক বর্ণনা ও প্রয়োজনীয় চিত্র প্রদান করা হল। খাঁ শুভেন্দু (আলাপ) ০৫:২১, ১৯ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
উত্তীর্ণ
  1. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ: শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৪:৩৪, ১৯ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
    @খাঁ শুভেন্দু ভালো নিবন্ধ হওয়ার জন্য তথ্যসূত্রের অনুবাদ প্রয়োজন। তথ্যসূত্র অনুবাদ করুন।~ নোমান (আলাপঅবদান) ২০:৩৯, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]