আলাপ:অপর্ণা পোপট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@Asmita comp: আপনার তিনটি নিবন্ধেই অনেক interlink [[ ]] সমস্যা আছে। একটু ঠিক করে দিলে ভাল হয়। কোন অসুবিধা থাকলে জানাবেন।

Nettime Sujata (আলাপ) ১১:১০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Nettime Sujata:, মন্তব্যের জন্যে ধন্যবাদ। ইন্টারলিঙ্ক সমস্যা বলতে কি আপনি লা হয়ে থাকা লিঙ্কের কথা বলছেন? Asmita comp (আলাপ) ০৩:০১, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Asmita comp: না, না। লাল হয়ে থাকাটা কোন সমস্যা নয়। প্রাথমিক জীবন এর প্রথম বাক্যে, মুম্বাই, মহারাষ্ট্রে এই দুটি ই লিংক এ থাকা দরকার ছিল। এর পরে প্রকাশ পাড়ুকোন এর জন্যও লিংক আছে। এইগুলো বলছি। সব নিবন্ধ গুলিই ইংরাজির সঙ্গে মিলিয়ে দেখলে বুঝে যাবেন। ধন্যবাদ।

Nettime Sujata (আলাপ) ০৪:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Nettime Sujata:, বুঝতে পেরেছি। তবে আমার জানামতে, খুব সাধারণ জিনিষের জন্যে, একাধিক বার লিঙ্ক দেওয়া হয় না। মানে যেহেতু আমি তথ্যছকে, মুম্বাই এবং মহারাষ্ট্র লিঙ্ক দিয়েছি, তাই আর এখানে দিনি। ঠিক আছে, আপনি যখন বলছেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। Asmita comp (আলাপ) ০৫:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি) @Asmita comp: আসলে আমিও একদম নতুন। আয়োজক হিসাবে এটি আমার প্রথম। তাই ব্যবহারকারী:Sumita Roy Dutta এর পরামর্শমত কাজ করছি। ধন্যবাদ।[উত্তর দিন]

Nettime Sujata (আলাপ) ১০:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]