আর্সেনুরা সিল্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আর্সেনুরা সিল্লা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: অ্যানিমালিয়া
পর্ব: আর্থ্রোপোডা
শ্রেণী: ইনসেক্টা
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: স্যাটারনিডেয়া
গণ: আর্সেনুরা
প্রজাতি: আ. সিল্লা
দ্বিপদী নাম
আর্সেনুরা সিল্লা
(ক্রেমার, ১৭৭৯)

আর্সেনুরা সিল্লা হল স্যাটারনিডেয়া পরিবারের একটি মথ যা ১৭৭৯ সালে পিটার ক্রেমার প্রথম বর্ণনা করেছিলেন। এটি ভেনেজুয়েলা থেকে দক্ষিণে মাতো গ্রোসো, ব্রাজিল এবং তারপর পশ্চিমে বলিভিয়া পর্যন্ত পাওয়া যায়।

এটি একটি বড় প্রজাতি। পুরুষদের একটি লেজের আভাস থাকে এবং মহিলাদের একটি প্রায় গোলাকার পিছনের ডানা থাকে।

এর নিকটাত্মীয়দের মধ্যে একটি হল আর্সেনুরা আরমিডা নামক মথ, যা ভেনেজুয়েলায়ও পাওয়া যায়।

উপপ্রজাতি[সম্পাদনা]

  • আর্সেনুরা সিল্লা সিল্লা
  • আর্সেনুরা সিল্লা নিপেল্টি (পশ্চিম কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর)

বহিঃসংযোগ[সম্পাদনা]