আর্মেনীয় গির্জা (কলকাতা)
অবয়ব
আর্মেনিয়ান চার্চ অফ দ্যা হোলি নাযারেথ Սուրբ Նազարեթ հայկական եկեղեցի | |
---|---|
অবস্থান | |
অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২২°৩৪′৪৪″ উত্তর ৮৮°২১′০৪″ পূর্ব / ২২.৫৭৯° উত্তর ৮৮.৩৫১° পূর্ব |
স্থাপত্য | |
স্থাপত্য শৈলী | আর্মেনীয় |
সম্পূর্ণ হয় | ১৭২৪ |
আর্মেনিয়ান চার্চ অফ দ্যা হোলি নাজারেথ বা আর্মেনিয়ান চার্চ (Armenian: Սուրբ Նազարեթ հայկական եկեղեցի) কলকাতায় অবস্থিত একটি অষ্টাদশ শতাব্দীর আর্মেনিয়ান গির্জা। ১৭২৪ সালে আঘা নজরের উদ্যোগে আর্মেনীয় সম্প্রদায়ের পুরনো গোরস্থানের জায়গায় এই চার্চটি গড়ে তোলা হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]প্রায় তিন শতাব্দী পূর্বে, ১৭২৪ সালে কলকাতায় আর্মেনিয়ানরা এই গির্জাটি তৈরি করেন। এটি মহানগরের প্রাচীনতম গির্জা বলে মনে করেন শহরের সব ধরনের খ্রিস্টান ধর্মাবলম্বীই। বর্তমানে কলকাতায় বাস করেন প্রায় দু’শো আর্মেনিয়ান। তারা মনে করেন যীশুর জন্মদিবস ২৫ ডিসেম্বর নয়, তা হলো ৬ জানুয়ারী। এই দিনে তারা আর্মেনিয়ান গির্জায় অর্থাৎ আর্মেনিয়ান চার্চ অফ দ্যা হোলি নাজারেথে প্রার্থনা করে থাকেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Armenian Church of the Holy Nazareth"। ১২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৭।
- ↑ সুকান্ত সরকার (৬ জানুয়ারি ২০১২)। "আজ বড়দিনের আনন্দে মাতবেন আর্মেনিয়ানরা"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৭।