বিষয়বস্তুতে চলুন

আর্টেমিস ৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্টেমিস ৪
আর্টেমিস ৪ অভিযান পরিকল্পনার সারাংশ
অভিযানের ধরনগেটওয়ে অ্যাসেম্বলি
পরিচালকনাসা
মহাকাশযানের বৈশিষ্ট্য
মহাকাশযানওরায়ন (মহাকাশযান)
আই-হাব
প্রস্তুতকারক
অভিযানের শুরু
উৎক্ষেপণ তারিখ২০২৭ (পরিকল্পিত)
উৎক্ষেপণ রকেটএসএলএস ব্লক ১বি (ওরিয়ন)
উৎক্ষেপণ স্থানকেনেডি স্পেস সেন্টার, এলসি-৩৯বি
ঠিকাদারনাসা
অভিযানের সমাপ্তি
অবতরণের স্থানপ্রশান্ত মহাসাগর (পরিকল্পিত)
----
আর্টেমিস কর্মসূচি
← আর্টেমিস ৩ আর্টেমিস ৫

আর্টেমিস ৪ হল নাসার আর্টেমিস কর্মসূচির চতুর্থ পরিকল্পিত অভিযান। অভিযানটি একটি স্পেস লঞ্চ সিস্টেম রকেটের মাধ্যমে চার নভোচারী ও একটি ওরিয়ন মহাকাশযানকে গেটওয়ে স্পেস স্টেশনে পাঠাবে।[]

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

অভিযানের মূল উদ্দেশ্য হল গেটওয়ে স্পেস স্টেশনের সমাবেশ। অভিযানটি ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং জাপানি মহাকাশ সংস্থা জাক্সা দ্বারা তৈরি আই-হাব নামের বাসস্থান মডিউলটি গেটওয়েতে পৌঁছে দেবে। মডিউলটি প্রথম গেটওয়ে উপাদান, পাওয়ার ও প্রপালশন উপাদান এবং বাসস্থান ও লজিস্টিক আউটপোস্ট সহ নোঙর করা হবে।

আর্টেমিস ৪ হবে স্পেস লঞ্চ সিস্টেমের ব্লক ১বি সংস্করণের প্রথম উড়ান, যা প্রথম তিনটি আর্টেমিস অভিযানে ব্যবহৃত অন্তর্বর্তী ক্রায়োজেনিক প্রপালশন ধাপকে আরও শক্তিশালী এক্সপ্লোরেশন আপার স্টেজ দিয়ে প্রতিস্থাপন করবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Foust, Jeff (২০ জানুয়ারি ২০২২)। "NASA foresees gap in lunar landings after Artemis 3"। SpaceNews। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২