আর্জেন্টিনীয় ফুটবল লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্জেন্টিনীয় ফুটবল লিগ
প্রতিষ্ঠিত৭ মার্চ ১৮৯১; ১৩৩ বছর আগে (1891-03-07)
বিলুপ্তসেপ্টেম্বর ১৮৯১
সদর দপ্তরবুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
ফিফা অধিভুক্তিনেই

আর্জেন্টিনীয় ফুটবল লিগ (ইংরেজি: Argentine Association Football League; এছাড়াও সংক্ষেপে এএএফএল নামে পরিচিত) আর্জেন্টিনার ফুটবলের প্রথম নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯১ সালের ৭ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে ছিল। আনুমানিক ১৮৯১ সালের সেপ্টেম্বর মাসে এই সংস্থাটি বিলুপ্ত হয়েছে। এই সংস্থার উত্তরসূরি সংস্থা হচ্ছে আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন, যেটি বর্তমানে আর্জেন্টিনার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১]

এই সংস্থাটি স্থানীয় লিগ এবং কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করতো।[২] আর্জেন্টিনীয় ফুটবল লিগের সর্বশেষ সভাপতির দায়িত্ব পালন করছেন এফএল উলি[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Historia de la AFA ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে on AFA website
  2. FA Cup: World soccer's oldest cup competition not aging well, USA Today, 22 Feb 2016

টেমপ্লেট:আর্জেন্টিনায় ফুটবল