আরিয়াদ্নে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডায়োনিসাস এবং আরিয়েডনে। একটি অ্যাটিক রেড-ফিগার ক্যালিক্স-ক্রেটারের পাশ থেকে বিশদ বিবরণ, ca। 400-375 খ্রীষ্টাপূর্বের। থিবস থেকে।

গ্রিক পুরণে, আরিয়াদ্নে ছিল মিনসপাসিফাইয়ের কন্যা এবং আন্দ্রোগেউস, দেউকালিয়ন, ফাইদ্রা, গ্লাউকোস, কাত্রেউসআকাকাল্লিসের বোন। তার সাথে দেবতা দিয়োনুসোসের বিয়ে হয়। তাদের চারটি পুত্র ছিল। এরা হল থয়াস, স্তাফুলোস, ওইনোপিয়নপেপারেথোস

আরিয়াদ্নের সম্মানে সাইপ্রাস এবং নাক্সোসেও উত্সব অনুষ্ঠিত হয়।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Plutarch • Life of Theseus"penelope.uchicago.edu। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১১ 
  2. "LacusCurtius • Greek Festivals — Ariadneia (Smith's Dictionary, 1875)"penelope.uchicago.edu। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১১