আরবোভাইরাস (ব্যান্ড)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরবোভাইরাস
২০১৪ সালে আরবোভাইরাস
২০১৪ সালে আরবোভাইরাস
প্রাথমিক তথ্য
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনহার্ড রক, অল্টারনেটিভ রক
সদস্য
  • সুহার্তো শেরিফ
  • মুনতাসির মামুন স্বপ্ন
  • সায়েমুল ইসলাম রিয়াদ
  • শামস আলিম বিস্বাস
  • শাহান কামাল উদয়

"আরবোভাইরাস" বাংলাদেশের একটি হার্ড রক ব্যান্ড । ২০০২ সালে গিটারিস্ট সুহার্তো শেরিফ, আসিফ আজগর রঞ্জন এবং ড্রামার হিমেলের হাত ধরে যাত্রা শুরু করে আরবোভাইরাস। এরা তিনজন ছিলেন স্কুলজীবন বন্ধু। ব্যান্ডের নামটি মূলত "Blade II" কমিক বই থেকে সংরক্ষণ করা হয়। আরবোভাইরাস গঠিত হবার পর থেকে এখন পর্যন্ত অনেক মিউজিসিয়ানই এই ব্যান্ডের সাথে কাজ করেছে। সুফি ম্যাভেরিক (ভোকাল)[১], সুহার্তো শেরিফ (গিটার), আসিফ আজগর রঞ্জন (গিটার), আলদেন আলম (বেজ) এবং নাফিস আল আমিন (ড্রামস) হচ্ছে আরবোভাইরাসের বর্তমান লাইনআপ।

অ্যালবাম সমূহ[সম্পাদনা]

  • 64m 53s (২০০৬)[১]
  • মন্তব্য নিষ্প্রয়োজন (২০১৩)
  • বিশেষ দ্রষ্টব্য (২০১৭)
  • অতঃপর (২০১৯)[২]
  • রিপাবলিক অফ আরবোভাইরাস (২০২৩)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিবিসির সাথে গান-গল্প"bbc.com। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০ 
  2. "আরবোভাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবাম"রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০