বিষয়বস্তুতে চলুন

আরএনএ পলিমারেজ ৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরএনএ পলিমারেজ ২

আরএনএ পলিমারেজ ৫ হলো উদ্ভিদ বিশেষে নিউক্লিয়াসে প্রাপ্ত একটি মাল্টি সাবইউনিট আরএনএ পলিমারেজ এনজাইম। এটি আরএনএ পলিমারেজ ৪-এর সাথে সংযুক্তাবস্থায় ক্ষুদ্র ব্যতিচারী আরএনএ (এসআইআরএনএ) এর স্বাভাবিক কার্যাবলি ও জৈব সংশ্লেষণে প্রয়োজনীয়। পলিমারেজ ৫ এসআইআরএনএ নির্দেশিত ডিএনএ মিথাইলেশন পথের সাথে সম্পৃক্ত, যা হেটারোক্রোমাটিক নিশ্চুপীকরণের দিকে ধাবিত করে।[]

আরএনএ পলিমারেজ ৫ হলো ১২টি সাবইউনিটের সমন্বয়ে গঠিত প্রোটিন, যা আরএনএ পলিমারেজ ২-এর সাবইউনিটগুলোর প্যারালগ। দুইটি বৃহৎ সাবইউনিট (অনুঘটকীয় স্থান) হলো ইউকেরিওট ও ব্যাকটেরিয়াল পলিমারেজের সাযুজ্যতার সংরক্ষিত এলাকা।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]